আমাদের কথা খুঁজে নিন

   

শামিম আর আইভির ঝগড়া দেখলাম সরাসরি নারায়ণগঞ্জ ক্লাবে

আওমীলীগের নেত্রী শেখ হাসিনা নাকি শামিম ওসমানকে কে দেশ ছাড়তে বলেছিলেন! নির্বাচনের দিন রাত তিনটায়! এইজন্য শামিম ওসমান তার মায়ের নিদ্দেশে দেশ ছেড়ে গিয়ে ছিলেন। তিনি বলেন,শেখ হাসিনা আমার মা। আইভি উত্তরে বলছেন, নেত্রি তার কর্মিকে সেভের জন্য এসব কথা বলতেই পারে , কিন্তু আপনি কেন তাকে ছেড়ে পালালেন? একবারওকি আপনার সাথের কর্মিদের কথা মনে পড়েনি? আওমিলীগতো আরো অনেকেই করেছে, কৈ কেউতো পালিয়ে যায়নি? ক্ষোভের সাথে বলেন আইভি। শামিম তখন একজন সন্ত্রাসীর মত করেই আইভি আর উপস্থাপককে থামিয়ে বড় ভাই সুলভ ভাবে আবোল তাবোল বলতে থাকেন। আইভি বলেন নেত্রীকে রেখে আপনি কেন দেশ ছেড়ে পালিয়ে গেলেন? নেত্রীতো পালিয়ে যাননি তিনি বলেন আমি সে সময় দলের কর্মিদের সাথে নিয়ে দলকে সংগঠিত করেছি।

আপনি শামিম ভাই একবারও দলের খোজ নেন নাই। দুজনের তুমুল ছগড়া টিভিসেটের সামনে বসা দর্শক আর নারায়ণগঞ্জ ক্লাবের আমন্ত্রিত মিডিয়া কমিও ভোটাররা উপভোগ করেন। একই মঞ্চে তৈমুর আলমও ছিলেন। তৈমুর কথা বলছিলেন স্মাট ভাবে তার যুক্তিপূর্ন কথা শ্রোতাদের মুগ্ধ করে। তিনি বলেন, মিডিয়া আছে বলেই আমার মত মানুষ নির্বাচনের মাঠে থাকতে পারছে।

তিনি ইভিএমও নিবার্চন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ জানান। তবে তিনি বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। তিনি শামিম আইভির ঝগড়া মজা করে উপভোগ করতে ছিলেন। শামিম ওসমান কথায় কথায় আল্লাহ কুরআনকে টেনে আনতে ছিলেন দর্শকরা ধর্মনিরপেক্ষ দলের নেতা নয় , যেন কোন কট্টর ইসলামী কোন দল নেতার কথা শুনতে ছিলেন। শামিম বলেন তিনি হযরত মুহাম্মদ সা: এর মত করে হিজরত করে ছিলেন!! ভাবা যায়? তিনি আইভিকে বাদ দিয়ে তৈমুরকে ফ্লোর দেবার জন্য অনুরোধও করেন:-O  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.