আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবি সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চাকুরী ক্ষেত্রে বৈষম্য ও অযোক্তিক শর্ত প্রত্যাহারের দাবীতে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

সারা বিশ্ব উন্নয়নের জোয়ারে ভাসুক ৩০ অক্টো.-১১ আজ বেলা ১২.৩০ ঘটিকায় ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চাকুরী ক্ষেত্রে বৈষম্য ও অযোক্তিক শর্ত প্রত্যাহারের দাবীতে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেন। সম্প্রতি কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে বিবিএ/এমবিএর পাশাপাশি সামাজিক বিজ্ঞান/কলা অনুষদের অন্যান্য বিষয়ের অর্ন্তভুক্তি থাকলেও সমাজকর্মের অন্তভূক্তি না থাকায় শিক্ষার্থীরা এ দাবী জানান। স্মারকলিপি প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী শিক্ষার্থীদের দাবীর প্রতি একাতœতা পোষণ করেন । তিনি তার অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। উল্লেখ্য সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো: সামাদ ও শিক্ষার্থীদের এ দাবীকে যোক্তিক বলে সহমত পোষণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের দাবী ছিল ৪ বছরের স্নাতক পর্যায়ে ৪০ টি কোর্সে এ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সমাজকর্মের মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি অর্থনীতি, কম্পিউটার, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, প্রশাসন, রাজনীতি, উচ্চতর সামাজিক গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ, জনবিজ্ঞান, মনোবিজ্ঞান, মানবাধিকার, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন, উন্নয়ন নীতি ও পরিকল্পনা, সেমিনার- সিম্পোজিয়াম সহ যুগোপযোগী বিভিন্ন বিষয় অধ্যায়নের সুযোগ পেয়ে থাকে। প্রসঙ্গত কানাডার বিশ্বখ্যাত ম্যকগিল ইউনির্ভাসিটির সাথে সমন্বয় করে এ ইনস্টিটিউটের সিলেবাস প্রণয়ণ করা হয়েছে। উপরন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভাল ফলাফল এবং বিশেষত ইংরেজীতে ন্যুনতম ১৬ নাম্বার না পেলে সমাজকর্মে ভর্তি হওয়ার সুযোগ নাই। এত সব যোগ্যতার বিকাশ সাধন করলেও চাকুরি বাজারে তাদের কে প্রায়শই বঞ্চিত হতে হয়। তারা শীঘ্রই এ অবস্থার অবসানকল্পে সরকার ও সংশ্লিষ্ঠ সকলের পদক্ষেপ গ্রহন করার দাবী জানান।

সকগই ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পক্ষে মনিরুল ইসলাম মামুন ০১৯১৬৮৯৪৬১০ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.