আমাদের কথা খুঁজে নিন

   

মেয়র (নাসিক) নির্বাচনে কোন প্রার্থীর বিজয় সরকারের জন্য কি ইঙ্গিত বহন করে

সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই .......... আওয়ামী সরকার তার মেয়াদ কালের অর্ধেক সময় পার করে দিয়েছে। দশ টাকা কেজি চাল আর ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আসা এই সরকারের জনপ্রিয়তা বিগত দিনগুলোতে বেড়েছে নাকি শেয়ার মার্কেটের সূচকের মত শুধু তলার দিকেই যাচ্ছে সেটি যাচাই করার একটি মোক্ষম সুযোগ করে দিয়েছে সিটি কর্পোরেশনের এই নির্বাচন। শুধু তাই না প্রধান তিন প্রার্থীর একেক জনের বিজয় আওয়ামী সরকারের জন্য ভিন্ন ভিন্ন ইঙ্গিত বা সতর্ক বার্তা বহন করে বলেই মনে হয়,যেমন....... তৈমুর আলম বিজয়ি হলে---) এই সরকারের উপর জনগনের আস্হা শুন্যের কোঠায়, এটি আওয়ামী সরকারের জন্য একটি চরম সতর্ক বার্তা হিসাবে ধরা যায়। শামিম ওসমান বিজয়ি হলে---) বিরোধী দলের বিরুদ্ধে প্রচার প্রচারনা/প্রপাগান্ডায় সরকার সফল যদিও এটি সরকারের ২৮ শে অক্টোবরের পথে চলার ইঙ্গিত দেয়। ডা:সেলিনা হায়াং আইভি বিজয়ি হলে ---) সন্ত্রাস,চাঁদাবাজী, টেন্ডারবাজীর পক্ষ নেয়া এই সরকারের বিরুদ্ধে জনগনের প্রতিবাদ। মমতা ব্যানার্জির এই ক্ষুদ্র দেশীয় সংস্করন আওয়ামী লীগের অযত্ন আর অবহেলার কারনে পক্ষ ত্যাগ,ক্যারিয়ার বাধাগ্রস্ত এমন কি রাজনৈতিক দৃশ্যপট থেকে স্বল্প কিংবা দীর্ঘ মেয়াদে হারিয়ে যেতে পারেন। কোন প্রার্থীই বিজয়ী না হলে অর্থাং নির্বাচন অনুষ্ঠিত না হলে---) সরকারের টালমাটাল অবস্হার ইঙ্গিত বহন করে। জনগনের নির্বাচিত প্রার্থীর পরিবর্তে ভিন্ন কোন প্রর্থীকে বিজয়ী ঘোষনা অথাং নগ্ন ভাবে ডিজিটাল কারচুপি হলে ---) যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে যেতে পারে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.