আমি একা !! মনু মিয়ার পরীক্ষায় প্রশ্ন এসেছে । প্রশ্নটা হচ্ছে কিভাবে বুঝবেন আপনি একজন আওয়ামেলীগ ?
একটু চিন্তা ভাবনা করে মনুমিয়া উত্তর লেখা শুরু করলো ।
উত্তরঃ
১. যখন দেখবেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে আর আপনি দৌড়ান সার্টিফিকেটধারী মুক্তি যোদ্ধার নাতীদের চাকরীদেওয়ার জন্য, তখন আপনি নিশ্চিত আপনি একজন আওয়ামেলীগ ।
২. যখন দেখবেন দেশের প্রকৃত মুক্তিযোদ্ধা রিক্সা চালিয়ে তাদের জীবন যাবন করে, বাদাম বিক্রি করে বেঁচে থাকে, কিন্তু আপনি সচেতন মুক্তিযোদ্ধাদের নাতীগো সম্মান বাচানোর কাজে, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওমেলীগ ।
৩. যখন দেখবেন, আসল মুক্তিযোদ্ধাদের খাইতে না দিয়ে, বাসস্থানের ব্যবস্থা না কইরা আপনি যখন বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বড় বড় কথা বলবেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওমেলীগ ।
৪. যদি কারো সাথে আপনার মতের মিল না হয় এবং আপনি যদি এক নিমিশেই তাকে ছাগু ট্যাগ দিয়া দেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওমেলীগ ।
৫. দেশে যে কিছুই হোক না কেন, যে কোন আন্দলোন হোক না কেন সেটা যদি আওমেলীগের বিপক্ষে যায় এবং আপনার মনে যদি এই কথা উদিত হয় উক্ত আন্দোলন কেবল যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওমেলীগ ।
৬. যে তরুন প্রযন্ম কদিন আগেই রাজাকারের ফাঁসির জন্য সারা দিন রাস্তায় পইরা ছিল যদি সেই তরুন প্রজন্মকেই আপনি ছাগু ট্যাগ দিয়ে গালী দেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওমেলীগ ।
৭. "রাজাকারের দুগালে জুতা মারো তালে তালে" এই স্লোগান দিয়েছে যে তরুনের কন্ঠস্বর, আপনি যদি বিশ্বাস করেন সেই তরুনের কন্ঠেই "মুক্তিযোদ্ধার গালে দুটা মারো তালে তালে" এই স্লোগান আসতে পারে তাহলে আপনি ১০০ ভাগ নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওমেলীগ ।
৮. আপনি যদি মনে করেন কোটা বিরোধী আন্দোলন হল কেবল ছাগুদের আন্দোলন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওমেলীগ ।
৯. যদি হিনা রব্বানীর সাথে দিপু মনির গালে গাল লাগানো সৌহার্দ্ধ পূর্ন ছবি আপনার চেতনায় কোন প্রকার আঘাত না আনে কিন্তু মেহজাবিনের সাথে শহীদ আফ্রিদির র্যাম্প মডেলিং যদি আপনার চেতনায় আঘাত আনে এবং এটা স্বাধীনতা বিরোধী কাজ মনে হয় তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওমেলীগ ।
১০. রাজাকার নির্মুল আন্দোলন টা আওয়ামেলীগের পকেটস্থ করা যদি আপনার কাছে খুব বেশি দোষের না হয় আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওমেলীগ ।
১১. সাভার দুর্ঘটনা এবং হলমার্ক কেলেঙ্কারি যদি আপনার খুব বড় কিছু না মনে হয় তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওমেলীগ ।
১৩. যদি সামনের নির্বাচনে আবার যুদ্ধাপরাধীর বিচারের মুলা ঝুলিয়ে পুনরায় নির্বাচিত হওয়ার কথা ভাবতে থাকনে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওমেলীগ ।
১২. এবং এই লেখা পড়ার পর আপনার মেজাজ খারাপ হয়ে উঠে এবং আমাকে গালী দেওয়ার জন্য মুখ নিসপিস করে করে তাহলেও আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওমেলীগ ।
যা ইচ্ছা বলতে পারেন, আমি কুকুরের ঘেউ ঘেউ এ কান দেই না । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।