আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এর চিন্তাবিদরা পানাহীর পক্ষে আলোড়ন তুলবেন আশা রাখি

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি "আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক জাফর পানাহিকে ৬ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছে তেহরানের একটি আদালত। পাশাপাশি, আদালতের নির্দেশ, এই চিত্রপরিচালককে ২০ বছর কোনও ছবি পরিচালনা করতে দেওয়া হবে না, যেতে দেওয়া হবে না অন্য কোনও দেশে। " ৫১ বছরের এই চিত্র পরিচালক তাঁর ছবির জন্য বহু পুরস্কার পেয়েছেন। কিন্তু তাঁর বেশিরভাগ ছবিই ইরানে দেখানোর ছাড়পত্র পায়নি। সম্প্রতি, তিনি একটি তথ্যচিত্র পরিচালনা করেছিলেন।

তথ্যচিত্রটির নাম ‘দিস ইজ নট আ ফিল্ম’। সেখানে দেখা গিয়েছে, পরিচালক সারা দিন ধরে আদালতে রায় শোনার জন্য অপেক্ষা করছেন। ছবিটি এ বার কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। পারস্য ছিল একসময়ে বিশ্ব সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র। জরাথ্রুষ্টর জেন্দ আবেস্তার পারস্য, আরব থেকে পাওয়া ইসলামের পারস্য জ্ঞান বিজ্ঞান মুক্তচিন্তার পারস্যর এ কি দশা আজকের ইরাণে? আরব দুনিয়ার ইসলাম কত আসাধারণ জ্ঞান বিজ্ঞান মুক্তচিন্তা চর্চার জন্ম দিয়েছে।

আজকে অদ্ভুত কিছু তথাকথিত ইসলাম ধ্বজাধারীদের হাতে পরে পারস্যর সেই মুক্তচিন্তার কি দশা। আমেরিকার কুখ্যাত বিদেশনীতি এসব ঘটনাকে সামনে রেখে কোনদিন ইরাণ এ ক্যু দে তা সংগঠিত করে নিজেদের বশে দেশটাকে নিয়ে আসতে চাইবে। বাংলাদেশের মত ইসলাম প্রধান দেশের এইসব ঘটনায় সরকারীভাবে প্রতিক্রিয়া জানানো বিশ্ব রাজনীতির স্বার্থে ও ইসলামের ঠিক রাজনীতি ভুল রাজনীতি ইত্যাদি আলোচনার পরিসরে বিশেষ জরুরী। আমরা ভারতে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছি বিভিন্ন ফোরামে, ভারত সরকারের বিবৃতিও জরুরী। বাংলাদেশ এর চিন্তাবিদরা পানাহীর পক্ষে আলোড়ন তুলবেন আশা রাখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.