আমাদের কথা খুঁজে নিন

   

দারসুল হাদীস হাদীসে জিবরাঈল ----- ইমান ও ইসলামের পরিচয়

হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্নিত তিনি বলেন ঃ একদা আমরা রাসুলুল্লাহ (সাঃ) এর নিকট উপস্থিত ছিলাম। এ সময় এক ব্যক্তি আমাদের মজলিসে হাজির হলেন। তার পরনের পোশাক ছিল ধব ধবে সাদা এবং মাথার চুল ছিল কুচকুচে কালো। তার মধ্যে সফরের কোন আলামত দেখা যাচ্ছিল না এবং আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারছিল না। তিনি এসেই রাসুলুল্লাহ (সাঃ) এর কাছে বসলেন এবং নিজের দুই হাটু তাঁর দুই হাটুর সাথে মিলিয়ে এবং তাঁর দুই হাত নিজের দুই উরুর উপর রেখে বললেনঃ ‘‘ হে মুহাম্মদ! আমাকে ইসলাম সম্পর্কে বলুন,” তিনি বললেন, “ ইসলাম হচ্ছে , তুমি স্যা দেবে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল, নামায কায়েম করবে, যাকাত দেবে, রমজান মাসের রোজা রাখবে এবং হজ্জে যাওয়ার সামর্থ্য থাকলে হজ্জ করবে।

” আগন্তক বললেন ,‘ আপনি ঠিক বলেছেন, তাঁর এ আচরণে আমরা বিস্মিত হলাম, তিনি তাঁর কাছে প্রশ্ন করছেন আবার তাঁর জবাব সত্যায়ন করছেন। পূণরায় তিনি বললেন, “ আমাকে ইমান সম্পর্কে বলুন,” তিনি বললেন; “ ইমান হল আল্লাহ,তাঁর ফেরেশতাকুল, তাঁর কিতাব সমূহ, তাঁর রাসূল গণ, পরকালের প্রতি এবং তাকদীরের ভালমন্দের প্রতি তোমার বিশ্বাস স্থাপন করা। আগন্তক বললেন ,‘ আপনি সত্যই বলেছেন, তিনি আবার বললেন, “ আমাকে ইহসান সম্পর্কে বলুন, ” তিনি বললেন; “ তুমি এমনভাবে আল্লাহর ইবাদত কর যেন তুমি তাঁকে দেখছো। যদি তুমি তাকে নাও দেখতে পাও তবে মনে কর যে তিনি তোমাকে দেখছেন,” আগন্তক পূণরায় বললেন ,‘‘ আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন। ” তিনি বললেন; “ এ সম্পর্কে জিজ্ঞাসাকারীর চাইতে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক কিছু জানে না।

” আগন্তক বললেন ,‘ তাহলে আমাকে এর আলামত সম্পর্কে বলুন, তিনি বললেন; “ ক্রীতদাসীরা তাদের মনিব কে প্রসব করবে এবং তুমি নগ্নপদ ও নগ্নদেহ গরীব মেষ রাখালদের কে সুউচ্চ দালান কোঠা নির্মাণ করতে দেখবে এবং তা নিয়ে গর্ব করতে দেখবে। হযরত উমর (রাঃ) বলেন, “ অতপর আগন্তক চলে গেলেন এবং আমি অবাক হয়ে অনেণ সেখানে কাটালাম। অতপর নবী (সাঃ) আমাকে বললেন, হে উমর ! তুমি কি জান, প্রশ্নকারী কে? আমি বললাম, “আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ)-ই অধিক জানেন। ” তিনি বললেন; “ তিনি ছিলেন জিবরাঈল (আঃ); তোমাদের কে তোমাদের দ্বীন শিা দেয়ার জন্য এসেছিলো। ” (বুখারী-মসলিম ও মিশকাত শরীফ, ইমান অধ্যায়) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।