মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না!
বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
24. Seest thou not how Allah sets forth a parable? - A goodly word like a goodly tree, whose root is firmly fixed, and its branches (reach) to the heavens,- of its Lord. So Allah sets forth parables for men, in order that they may receive admonition.
25. It brings forth its fruit at all times, by the leave of its Lord. So Allah sets forth parables for men, in order that they may receive admonition.
26. And the parable of an evil Word is that of an evil tree: It is torn up by the root from the surface of the earth: it has no stability.
27. Allah will establish in strength those who believe, with the word that stands firm, in this world and in the Hereafter; but Allah will leave, to stray, those who do wrong: Allah doeth what He willeth.
অর্থ : তুমি কি দেখছো না, আল্লাহ কলেমা তৈয়বার উপমা দিয়েছেন কোন জিনিসের সাহায্যে? এর উপমা হচ্ছে একটি ভালো জাতের গাছ, যার শিকড় মাটির গভীরে প্রোথিত এবং শাখা-প্রশাখা আসমানে পৌছে গেছে। প্রতিমুহূর্তে রবের হুকুমে সে ফলদান করে। এ উপমা আল্লাহ এজন্য দেন যাতে লোকেরা এর সাহায্যে শিক্ষা লাভ করতে পারে। অন্যদিকে অসত বাক্যের উপমা হচ্ছে একটি মন্দ গাছ, যাকে ভুপৃষ্ট থেকে উপড়ে দূরে নিক্ষেপ করা হয়, যার কোনো স্থায়ীত্ব নেই। ঈমানদারদেরকে আল্লাহ একটি শ্বাশত বাণীর ভিত্তিতে দূনিয়া এবং আখেরাত উভয় স্থানে প্রতিষ্ঠা দান করেন আর জালেমদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন।
আল্লাহ যা চান, তাই করেন। (সুরা ইবরাহীম : ২৪-২৭)
পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় উপমার সাহায্যে কোন বিষয়কে মানুষের জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করেছেন। এই ৪টি আয়াতে চমৎকারভাবে কলেমার তাৎপর্য সম্পর্কে বলা হয়েছে।
আয়াতের শুরুতেই কলেমা তৈয়বাকে একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। যে গাছের শিকড় মাটিতে প্রোথিত আর শাখাপ্রশাখা আকাশের দিকে ধাবমান।
এ বাক্যের তাৎপর্য আমাদের অর্থাৎ আমরা যারা মুসলমান তাদের বুঝতে হবে। কলেমা তৈয়বা ইসলামের মূল ঘোষনা। এটি না পড়ে কোনো মানুষ ইসলামের সীমার মধ্যে প্রবেশ করতে পারে না। এ জন্যই কোনো কাফির বা মুশরিক যখন ইসলাম কবুল করতে চায়, তাকে সর্বপ্রথম এই কলেমা পড়তে হয়। (চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।