আমাদের কথা খুঁজে নিন

   

রিসাইকেল বিনের নাম পরিবর্তন

"যত সমস্যা, তত সমাধান"

ডেস্কটপের যেকোনো শর্টকাট কি, আইকন থেকে শুরু করে যেকোনো ফোল্ডার বা ফাইলের নামকে রিনেম করা যায়। তবে রিসাইকেল বিনের নাম বদলাতে গিয়ে অনেকেই পারেন না।কারণ Recycle bin-এর ওপর ডান ক্লিক করলে সেখানে কোনো Rename অপশনটাই আসে না। তবে চাইলেই ভিন্ন উপায়ে আপনি আপনার পছন্দমতো নাম দিয়ে এর নাম বদলাতে (রিনেম) করতে পারেন। এর জন্য প্রথমেই আপনাকে Start মেনুতে গিয়ে Run অপশনে গিয়ে লিখতে হবে regedit.exe। এরপর এন্টার করুন।সেখানে আপনি বাঁয়ের দিকে থাকা HKEY_CLASSES_ROOT ফোল্ডারটি খুলেCLSID খুঁজে বের করুন। তারপর সেখানে {645FF040-5081-101B-9F08-00AA002F954E} ফোল্ডারটি ওপেন করে যে মান “40 01 00 20” দেওয়া আছে তাকে শুধু “70 01 00 20” এই মানে পরিবর্তন করুন। এবার ডেস্কটপে এসে দেখুন খুব সহজেই আপনি রিসাইকেল বিনের নাম বদলে দিতে পারছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।