আমাদের কথা খুঁজে নিন

   

ভালো থেকো মার্কো (১৯৮৭-২০১১)।

^^^^^^^^^ ছেলেটাকে প্রথম দেখি ২০১০ (২০১০ এ সিমনচেলি'র মোটো জিপি তে অভিষেক), একটা রেসে এমনভাবে ক্রাশ করেছিল যেটা রীতিমত হাস্যকর। বাইকটা আড়াআড়ি হয়ে গিয়ে তাকে জাস্ট পপকর্নের মত উপরের দিকে ছুঁড়ে মেরেছিল। তেমন বেশি ইনজুরড হয়নি ঐ রেসে, তবে তার ঐ ক্রাশটি আমার মনে দাগ কেটেছিল। এরপর আসে ২০১১, মোট জিপি'র ভক্তদের কাছে সিমনচেলি বেশি পরিচিত হয়ে উঠেছিল তার ক্রাশের জন্য। ২০১১ সিজন ওপেনার কাতার গ্রা প্রি তে হয় ৫ম।

এরপর স্পেইন, পর্তুগালে ক্রাশ করে মার্কো। ইংল্যান্ডেও ক্রাশ করেছিল। য়ামেরিকাতে ক্রাশ করার পরের রেসে চেক রিপাব্লিকে মোট জিপি ক্যারিয়ারের প্রথম পোডিয়াম ফিনিস করে ৩য় হয়ে। তারপর অস্ট্রেলিয়াতে হয় ২য়। আর মালেয়সিয়ার রেস তার জীবনটাই নিয়ে নিল।

আমার ছোট ভাই গতকাল বলছিল সিমনচেলি নাকি ক্রাশ করেছে। আমি ওকে বলি সে তো প্রায়ই ক্রাশ করে, এ আর নতুন কি। তখনো আমরা কেঊই জানিনা সে মৃত। আজ ভোরে আল-জাজিরা দেখতে গিয়ে খবরটা পাই। আমার চোখে পানি মুছতে গিয়ে বুঝতে পারি ঝাঁকড়া চুলের ঐ ইতালিয়ান ছেলেটাকে কতটা ভালবাসতাম আমি।

গত ২৩ অক্টোবর মালেইসিয়ান গ্রাঁ প্রি রেসে ৪র্থ পজিসনে ছিল সিমনচেলি। রেসের ২য় লেপে হঠাত তার বাইক ট্র্যাকের আড়াআড়িভাবে স্লিপ করে কলিন এডওয়ার্ডস আর রসি'র সামনে চলে আসে। এডওয়ার্ডস মারাত্বকভাবে আহত হলেও রসি ট্র্যাকে ফিরে যেতে সমর্থ হয়। আর দু'জনের বাঈক যার শরীর মাড়িয়ে যায় সেই সিমনচেলি নিথর পড়ে থাকে ট্র্যাকে। পরে হাসপাতালে সিমনচেলি'র মৃত্যু হয়।

ক্র্যাশের ভিডিওটা দিলাম......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.