আমাদের কথা খুঁজে নিন

   

আসুস আনল পাতলা উইন্ডোজ ৮ ট্যাবলেট

টাচস্ক্রিন ট্যাবলেট এবং নোটবুক পিসির মত করে ব্যবহার করা যাবে আসুস ট্রান্সফরমার বুক টিএক্স৩০০ মডেলের আল্ট্রাবুকে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট থিংকডিজিটের এক প্রতিবেদন অনুসারে, আসুস দাবি করেছে, এটি বিশ্বের সবচেয়ে পাতলা উইন্ডোজ ৮ ট্যাবলেট এবং নোটবুক।
নোটবুকটি ৪ থেকে ১১ মিলিমিটার পুরু। এতে রয়েছে ১৩.৩ ইঞ্চি স্ক্রিন, একটি পূর্ণ এইচডি আইপিএস টাচ প্যানেল এবং ১৭৮ ডিগ্রি কোণ থেকে দেখার সুবিধা।
কিবোর্ড সংযোগ করে ডিভাইসটি নোটবুক হিসেবে ব্যবহার করা যাবে এবং কিবোর্ড বাদে ব্যবহার করা যাবে ট্যাবলেট হিসেবে।

আর এতে কিবোর্ড ডকে থাকছে ইন্টারনাল স্টোরেজ ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ, ২ ইউএসবি ৩.০ পোর্ট, গিগাবাইট ল্যান এবং এর একটি পলিমার ব্যাটারি।
কিবোর্ড বাদে স্ক্রিনের সঙ্গে থাকছে ইন্টারনাল স্টোরেজ ১২৮ গিগাবাইট এসএসডি এবং একটি পলিমার ব্যাটারি, যা ট্যাবলেটে ব্যবহারযোগ্য। এতে ৪ গিগাবাইট র্যাবম ছাড়াও ক্যামেরা, ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, ইনটেল এইচডি গ্রাফিক্স রয়েছে। এটি ট্যাবলেট মোডে পাঁচ ঘণ্টা এবং নোটবুক মোডে আট ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে।
আন্তর্জাতিক বাজারে আসুস ট্রান্সফরমার বুক টিএক্স৩০০ এর মূল্য ১২৯৯ থেকে ১৪৯৯ ডলার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.