আমাদের কথা খুঁজে নিন

   

মেঘনার বুকে চড়ে উপভোগ করলাম ‘আসুস পার্টনার মিট ২০০৯’



মেঘনার বুকে ঝিলমিলে রৌদ, জেলেদের ছোট ছোট নৌকা, লঞ্চের বারান্দা থেকে অবাক বিস্ময়ে পানির খেলা দেখতে দেখতে দিনব্যাপী নানা আয়োজনে বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আসুস’র বাংলাদেশী পার্টনারদের নিয়ে অনুষ্ঠান ‘আসুস পার্টনার মিট ২০০৯’ উপভোগ করলাম শুক্রবার। সবাইকে জানাচ্ছি সেই গল্প... শুক্রবার সকাল ১০ টায় রাজধানীর ধানমন্ডিস্থ হোয়াই প্যালেস কমিউনিটি সেন্টার থেকে সকালের নাস্তা শেষে বাসযোগে সুত্রাপুরের ‘মিল বারাক’ (স্থানীয় নাম ‘পাগলা’) নামক স্থানে মেঘনা নদীর ঘাটে গিয়ে লঞ্চ যোগে শুরু হয় অনুষ্ঠানটি । অতিথিদের বক্তব্য, বিভিন্ন স্তরে সকল পার্টনারদের পুরষ্কার প্রদান, র‌্যাফেল ড্র’র মাধ্যমে ১০ জনকে পুরষ্কৃত করা, মিউজিক, ডিজে, ফ্যাশন শো, যাদুসহ নানা বিনোদনমুলক পর্বে সাজানো অনুষ্ঠানটি রাত সাড়ে ১২টায় সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে আসুসের বাংলাদেশী বিপননকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রাঃ) লিমিটেড’র কর্মকর্তারা বক্তব্য রাখেন এবং আসুস টেকনোলজি পি টি ই লিমিটেড’র পক্ষ থেকে বাংলাদেশে আসা প্রতিনিধিরা আসুস পণ্যের বিভিন্ন দিক উপস্থাপন করেন। অনুষ্ঠানে আসুসের নতুন বাজারে আসা সার্ভারটিরও উদ্বোধন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড প্রাঃ লিমিটেড’র চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক খন্দকার জসিম উদ্দিন, ল্যাপটপ ও ই-পিসি’র সাউথ এশিয়া রিজিওনাল কান্ট্রি ম্যানেজার মহিউদ্দিন আব্দুল কাদের খসরু, ইন্ডিয়া ও সার্ক রিজিওন সেল্‌স টিমের রিজিওনাল ডিরেক্টর আলবার্ট ট্যং, সার্ভিস ম্যানেজার স্টিভ হাং, আসুস কম্পোন্যান্টের কান্ট্রি ম্যানেজার রুকসান জায়ার্দেন। এসময় গ্লোবাল ব্র্যান্ড প্রাঃ লিমিটেড’র চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্‌ পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- “১৯৯৬ সাল থেকে আসুসের ব্যবসা শুরু হয়। আর বাংলাদেশে আমরা আসুসের সাথে ব্যবসা শুরু করি ১৯৯৭ সাল থেকে। গ্লোবাল ব্র্যান্ড প্রাঃ লিমিটেড আজকের এ অবস্থানে আসা একমাত্র আপনাদের কারনেই। আপনারা আমার হৃদয়, আপনারা আমার পরিবার।

আসুসের সাথে আমাদের শুরু থেকে ‘হার্ট টু হার্ট’ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ” র‌্যাফেল ড্র: অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্য থেকে র‌্যাফেল ড্র’র মাধ্যমে ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। উক্ত ড্র’তে ১ম পুরষ্কার ঢাকা-কুয়ালালাম পুর-ঢাকা এয়ার টিকেট জিতে নেন অরবিট কম্পিউটার’র পক্ষে মোঃ এমদাদুল হক। বাকী ৯জনকে ভিন্ন ভিন্ন বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। বিনোদন: অনুষ্ঠানের বিনোদনমূলক পর্বগুলোর মধ্যে ছিল- মিউজিক, ডিজে, ফ্যাশন শো, যাদুসহ নানা পর্ব।

পরিশেষে উপস্থিত সকলের জন্য (র‌্যাফেল ড্র’তে বিজয়ী ১০ জন ব্যাতীত) ছিল বিশেষ পুরষ্কার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.