আমাদের কথা খুঁজে নিন

   

আপিল হবে, বললেন কামারুজ্জামানের আইনজীবী

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণার পর কামারুজ্জামানের আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, “যুদ্ধের সময় তিনি (কামারুজ্জামান) ১৮/১৯ বছরে তরুণ ছিলেন। অথচ প্রসিকিউশন বলেছে, তিনি সে সময় ময়মনসিংহ এলাকায় আল বদর বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন। এটা অবিশ্বাস্য।
“মামলায় সাক্ষীরা স্ববিরোধী কথাবার্তা বলেছে। এ ধরনের রায়ের নজির নেই।

আমরা আপিল করব। ”  
আদালতের রায়ে বলা হয়, গণহত্যা, হত্যা ও নির্যাতনের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়েছে। আর দুটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মোহাম্মদ কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহে আলবদর বাহিনীকে সংগঠিত করেন বলে যে তথ্যপ্রমাণ প্রসিকিউশন উপস্থাপন করেছে- আসামির আইনজীবীরা তা খণ্ডাতে পারেননি বলেও রায়ে উল্লেখ করা হয়।
গত বছর ৪ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে কামারুজ্জামানের বিচার শুরু হয়।

প্রসিকিউশনের পক্ষে তদন্ত কর্মকর্তাসহ মোট ১৮ জন এ মামলায় সাক্ষ্য দেন। আর আসামিপক্ষে সাক্ষ্য দেন পাঁচজন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।