আমাদের কথা খুঁজে নিন

   

‘আপিল হবে’

তারা বলছেন, এই রায়ে ন্যায়বিচার হয়নি।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান মঙ্গলবার ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত জজ আদালতের অস্থায়ী এজলাসে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ের পর আসামিপক্ষের আইনজীবী শামীম সরদার বলেন, এই রায়ে ১৫৪ জনের ফাঁসির আদেশ দেয়া হয়েছে। তাদের ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করতে বলা হয়েছে।
অবশ্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ১৫১ বলে সাংবাদিকদের জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল।


এছাড়া এ মামলার ৮৪৬ জন জীবিত আসামির মধ্যে ১৫৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৭১ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বাকিদের তিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
রায়ের প্রতিক্রিয়ায় শামীম সরদার বলেন, “আমরা মনে করি, আমরা ন্যায়বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। ”
আসামিপক্ষের আরেক আইনজীবী এস এম রিফাজ উদ্দিন সাংবাদিকদের বলেন, “ন্যায় বিচার পাইনি।

আমার ক্লায়েন্টের বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি। তবু তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এর বিরুদ্ধে আপিলে যাব। ”
এ মামলায় সিপাহী এরশাদের পক্ষে শুনানি করেন রিফাজ উদ্দিন।
মৃত্যুদণ্ড পাওয়া আরেক আসামি সিপাহী খায়রুল আলমের আইনজীবী আতাউর রহমান রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।


২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে রক্তাক্ত ওই বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৪ জন নিহত হন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।