আমাদের কথা খুঁজে নিন

   

এ দেশে রসুলের নামে যে পরিমাণ কুৎসা রটানো হয়েছে তার নজীর ১৪০০ বছরেরে ইতিহাসে খুব একটা নেই ।

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি আমাদের কি করণীয় ? বাংলাদেশ নামক এই ভুখন্ডে আল্লাহর রসুলের সাথে যে পরিমাণ বেয়াদবী হয়েছে, তাতে গজব যত বেশীই হোক অবাক হওয়ার কিছু নেই । আমাদের কি করণীয় ? আসুন আমরা নিজেদের জন্য ক্ষমা চাই, আল্লাহপাকের কাছে । আর দোয়া করি দেশের সরকারের জন্য, তিনি যেন সরকারকে সৎপথে পরিচালিত করেন । আল্লাহর রসুলের সন্মান আল্লাক পাকই রক্ষা করবেন, যেভাবে বায়তুল্লাহকে হেফাজত করেছিলেন ছোট ছোট আবাবিল পাখি দিয়ে । আমাদের দায়িত্ব সামর্থের মাঝে যতটুকু পারা যায় সরকার অনুমোদিত পথেই দাবী জানানো, জনমত গড়ে তোলা, মানুষকে সচেতন করা ।

সংঘাত প্রায় সময়ই কোন সমাধান আনে না । দেশটা ভোটাভুটির দেশ। এখানে জনমতের শক্তি অনেক । তাই সেটা গড়ে তুলতে পারলেই সবচেয়ে ভাল ফল আসবে আশা করা যায়। তবে একে রাজনীতি মুক্ত রাখতে হবে, রাজনৈতিন নেতারা ইসলামী হোক আর যেই মতেরই হোক, এরা ভেজাল লাগাতেই ওস্টাদ, ভাল কিছু দিতে পারে না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.