আমাদের কথা খুঁজে নিন

   

আরো ১ মাস ‘খুচরা’ সেবা দেবে বার্কলেস ব্যাংক

এর আগে যুক্তরাজ্যের বার্কলেস ব্যাংক বাংলাদেশের ব্যাংকগুলোর সঙ্গে রেমিটেন্স সেবাসহ সব ধরনের খুচরা হিসাব পরিচালনা বন্ধ করার সিদ্ধান্ত জানায়, যা ১০ জুলাই থেকে কার‌্যকর হওয়ার কথা ছিল।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বার্কলেস ব্যাংক আমাদের এক মাসের সময় বাড়িয়ে দিয়েছে। আমরা এখন হাবিব ব্যাংকে হিসাব খোলার চেষ্টা করছি। এজন্য আমাদের একটি প্রতিনিধিদলকে যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। ”
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান বলেন, “আমরা বিকল্পের খোঁজে আছি।

বার্কলেসও সময় বাড়ানোর আশ্বাস দিয়েছে। ”
বার্কলেস ব্যাংকের সঙ্গে হিসাব পরিচালনাকারী ব্যাংকগুলো হলো এক্সিম, স্টান্ডার্ড, পূবালী, প্রিমিয়ার, ব্যাংক এশিয়া, এবি, আইএফআইসি, মার্কেন্টাইল, মিউচুয়াল ট্রাস্ট, সাউথইস্ট ও এনসিসি ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী যুক্তরাজ্য থেকে প্রবাসীরা ২০১১-১২ রেমিট্যান্স পাঠিয়েছিল ৯৮ কোটি ৭০ হাজার ডলার। আর চলতি অর্থবছরের মে পর্যন্ত পাঠিয়েছে ৯১ কোটি ৪০ লাখ ডলার।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের দিক দিয়ে শীর্ষ পাঁচ দেশের মধ্যে যুক্তরাজ্য একটি।


যুক্তরাজ্য থেকে বাংলাদেশের ১৪টি ব্যাংক রেমিট্যান্স পাঠানোর কাজ করে থাকে। এক্সচেঞ্জ হাউস সেবা দেওয়ার জন্য সে দেশের একটি ব্যাংকের সঙ্গে হিসাব পরিচালনা করতে হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।