আমাদের কথা খুঁজে নিন

   

পোশাকে মুঘল শিল্পকলা

তাদের নিজস্ব ডিজাইন ইউনিটের প্রচেষ্টায় এসব শিল্পকর্মগুলো নান্দনিক ও রঙিনভাবে উপস্থাপন করা হয়েছে প্রতিটি পোশাকে।
গরমের মধ্যে ঈদ হবে। সেদিকে লক্ষ রেখে নগরদোলা আরামদায়ক কাপড়গুলো বেছে নিয়েছে।
হালকার পাশাপাশি ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রং। এছাড়া উৎসবের জমকালো রংগুলো তো থাকছেই।


আছে বিভিন্ন ধরনের পোশাক। ডিজাইন বৈচিত্র্য ও স্টাইলের সঙ্গে সমন্বয় রেখে প্রিমিয়ার, প্রত্যয়, লাবণ্য, ত্রয়ী নামে পোশাকের নামকরণ করা হয়েছে।
মেয়েদের পোশাকের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, কুর্তি, শার্ট, লং-কামিজ, টুপিস ও সিঙ্গেল-কামিজ। লং-কামিজ স্টাইল অনুসরণ করে সাধারণ কামিজেও এসেছে পরিবর্তন।
ছেলেদের পোশাকের মধ্যে আছে পাঞ্জাবি, শর্ট-পাঞ্জাবি, শার্ট, ফতুয়া ও শেরওয়ানি।


বাচ্চাদের পোশাকে রয়েছে নানান বৈচিত্র্য।
এছাড়া বাবা ও ছেলে এবং মা ও মেয়ের জন্য চমৎকার নকশায় একই রকম পোশাক তৈরি করা হয়েছে।
প্যাটার্ন ও ছাঁটে পরিবর্তন এসেছে। নেকলাইন, স্লিভ ও ফিটিংসে এসেছে নতুনত্ব। সালোয়ারে পরিবর্তন আনা হয়েছে।

সময় উপযোগীভাবে ধুতি, ট্রাউজার, প্যান্ট, লেগিংস, চুড়িদার, চোস্ত ইত্যাদি।
ভ্যালুঅ্যাডের কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে ব্লক, স্ক্রিনপ্রিন্ট, টাইডাই, এম্ব্রয়ডারি, কারচুপি, হাতের কাজ, পিনট্যাক, কর্ডিং, লেস, প্যাচ, পট্টি ইত্যাদি।
পোশাকের মূল্য
সালোয়ারকামিজ- ১ হাজার ৯শ’ ৯০ টাকা থেকে ৯ হাজার ৯শ’ ৯০ টাকা। ফতুয়া (ছেলে)- ৪৯০ টাকা থেকে ৯৯০ টাকা। সিঙ্গেল কামিজ (মেয়ে)- ৮৯০ টাকা থেকে ১ হাজার ৪শ’ ৯০ টাকা।

শাড়ি- ৯৯০ টাকা থেকে ১৯ হাজার ৯শ’ ৯০ টাকা। পাঞ্জাবি- ৮৯০ টাকা থেকে ৫ হাজার ৯শ’ ৯০ টাকা। বাচ্চাদের পোশাক- ৫৯০ টাকা থেকে ২ হাজার ৯শ’ ৯০ টাকা। মেয়েদের কুর্তি- ৭৯০ টাকা থেকে ৯৯০ টাকা। ছেলেদের শার্ট- ৫৯০ টাকা থেকে ১ হাজার ২শ‘ ৯০ টাকা।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।