মানুষ মানুষের জন্য ঘড়ির উপর হাতি বসেছে!
: আচ্ছা বলো তো, ঘড়ির উপর হাতি বসলে কিসের সময় হয়?
: নতুন ঘড়ি কেনার সময় হয়।
-----------------------------------
আলাদিনের প্রদীপ হারিয়েছে!
বাবু সজীবের কাছে গল্প করছিলো, ‘একবার হলো কি, আলাদিন ওর জাদুর প্রদীপটাই হারিয়ে ফেললো। এখন ও কি করবে বল তো?’
সজীবের তো মাথা চুলকোতে চুলকোতে চুল ওঠার উপক্রম। কিন্তু আলাদিন যে এখন কি করবে, কিচ্ছুই মাথায় আসছে না। শেষমেশ বাবুকে জিজ্ঞেস করলো, ‘আমি পারছি না।
তুই-ই বল। ’
বাবু হাত উল্টে বললো, ‘আরকি করবে! মোমবাতি দিয়ে কাজ চালিয়ে নেবে!’
-----------------------------------
কিছু না করলে শাস্তি দেয়া যায়?
একদিন ক্লাশে কী হলো শোনো। সৌভিকের আবার কিছুতেই হোমওয়ার্ক করার কথা মনে থাকে না। তারপরও কিন্তু ওর শাস্তি হয় না। একেকদিন একেক অজুহাত দিয়ে পার পেয়ে যায়।
কিন্তু সেদিন কিছুতেই আর ওর মাথায় কোনো বুদ্ধি আসছিলো না। কী করে কী করে ভাবতে ভাবতেই স্যার ওকে দাঁড় করালো- ‘কি হে সৌভিক, আজকে কী কারণে হোমওয়ার্ক করতে পারো নি?’
খানিক মাথা চুলকে মুচকি হেসে সৌভিক বললো কি, ‘স্যার আজকে কোনো অজুহাত নেই স্যার। ’
স্যার তো প্রথমটায় ভ্যাবাচ্যাকা-ই খেয়ে গেলেন। তারপর হেসে বললেন, ‘আয়, তাহলে সামনে আয়। তোকে একটু বেত দিয়ে আদর করে দেই।
’
এবার সৌভিক নিরীহ মুখ করে বললো, ‘আমাকে শাস্তি দেবেন স্যার?’
‘তো শাস্তি দেবো না কী মিষ্টি খাওয়াবো? একে তো হোমওয়ার্ক করিসনি, আবার উল্টোপাল্টা কথা বলছিস!’
এবার সৌভিক আরো নিরীহ মুখ করে বললো, ‘স্যার, আমি যে কাজ করিইনি, সে কাজের জন্য শাস্তি দিলে সে কী খুব ভালো হবে স্যার?’
সংকলিত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।