মুয়াম্মার গাদ্দাফির শেষ কথা
মুয়াম্মার গাদ্দাফির ওয়েবসাইট ‘সেভেন ডেইজ নিউজ’। তাতে প্রকাশিত হয়েছে গাদ্দাফির শেষ ইচ্ছেগুলো। শেষ ইচ্ছের কথাগুলো তিন আত্মীয়ের হাতে তুলে দিয়েছিলেন গাদ্দাফি। তাদের মধ্যে দুজনই মারা যান। তৃতীয়জন পালাতে সক্ষম হন।
সম্ভবত তার মাধ্যমেই প্রকাশিত হয়েছে গাদ্দাফির শেষ কথাগুলো। বিবিসিতে প্রকাশিত হয়েছে সেই উইলের ইংরেজি সংস্করণ। পাঠকদের জন্য গাদ্দাফির কথাগুলো হুবহু তুলে ধরা হলÑ
‘আমি মুয়াম্মার বিন মোহাম্মদ বিন আব্দুস সালাম বিন আবু মানিয়ার বিন হুমায়েদ বিন সায়েল আল ফুসি গাদ্দাফি। আল্লাহর প্রতিজ্ঞা করে বলছি, আল্লাহ এক ও অদ্বিতীয় ও মহানবী (সা.) তার প্রেরিত রাসুল। আমার শেষ ইচ্ছা আমি একজন মুসলমানের মতো মরতে চাই।
যদি আমাকে খুনও করা হয় তবুও যেন আমাকে মুসলিম রীতিতে দাফন করা হয়। আমি বলে রাখছি, মৃত্যুর সময় আমি যে পোশাক পরে থাকব তা পবিত্র হবে না। সিরতে আমার পক্ষে পবিত্র হয়ে গোসল করে থাকা সম্ভব নয়। তাই আমি চাই, মৃত্যুর পর আমার পরিবারের সদস্যদের বিশেষ করে যারা নারী ও শিশু, তাদের যেন উপযুক্ত মর্যাদা দেওয়া হয়। লিবীয়রা অবশ্যই তাদের অর্জন, তাদের পরিচয়, ইতিহাস ও লিবিয়ার বীরদের অমর্যাদা করবে না।
যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের নিশ্চয়ই তারা ভুলে যাবে না। আমি আমার সমর্থকদের প্রতিরোধ আন্দোলন চালিয়ে যেতে আহ্বান করছি। লিবিয়ায় যেকোনও পরাশক্তির বিরুদ্ধে প্রতিটি দিন ও সবসময় যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বলছি। পৃথিবীর স্বাধীন জনগণ জানুকÑ আমরা চাইলে দরকষাকষির মাধ্যমে একটা নিরাপদ আর স্থিতিশীল জীবন পেতে পারতাম। কিন্তু দায়িত্ব ও সম্মানের অগ্রপথিক হওয়ার কারণে আমরা সে পথ মাড়াইনি।
যদি সহসা বিজয় না আসে, তবু পরবর্তী প্রজš§কে এটা জানিয়ে যাব যে, দেশকে রক্ষা করার চেষ্টা করাটাও সম্মানের কাজ এবং দেশকে বিক্রি করে দেওয়াটা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। তোমাদের যে যাই বলুক, ইতিহাস ওই অন্যায় ভুলে যাবে না। ’
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।