* আমি খুজে বেড়াই নিজেকে *
বিশ্বে ইসলাম তথা মুসলমানেরা আজ হুমকির মুখে। যেখানেই মুসলমানরা নিজেদের শক্তঅবস্থান করে রেখেছে সেখানেই চলছে ইয়াহুদি নাসারা তথা ইসলাম বিরোধীদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবেলা করেই ইসলামকে টিকে থাকতে হচ্ছে! এই ইহাহুদি নাসারা রা একে একে ধনংস করলো ইরাক, আফগান, পাকিস্তান, কুয়েত, মিশর, তিউনেশিয়া, এখন তাদের হাতছানি পড়েছে লিবিয়া, ইয়েমেন, ওমান। সৌদিআরবেও বিক্ষোভের দানা বাধাচ্ছে এই শয়তান গুলো। মুসলিম দেশে আগেই ইসলামকে ধংস করে দেয়া হয়েছে মাহথির মুহম্মদের উন্নয়নের নামে অতি আধুনিকতা দিয়ে।
সেখানে মদ, বারবনিতাদের অবাধ বিচরন। চলে জুয়া, ক্যাসিনো, নাইট ক্লাব। পর্যটনের নামে বিধর্মী উম্মাদনায় কাঁপছে মালয়েশিয়া সাথে যোগ আছে তাদের স্বদেশি দেরও। ইন্দোনেশিয়াতেও মোটামুটি একই অবস্থা।
তো লিবিয়ার ধর্মীয় বিপ্লবী নেতা নিয়ে চলছে এখন চরিত্র হননের কারসাজি।
বিভিন্ন অবমাননা কর ছবি ছেপে তার চরিত্রকে কালিমালিপ্ত করা হচ্ছে। এই বিপ্লবী নেতা সম্প্রতি শয়তানের বিরুদ্ধে ইসলামের উপর আঘাত হানার অপরাধে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে তাদের হত্যা করতে, তার সমর্থকদেরও অস্ত্র দিবে ঘোষনা দিয়েছে।
আসুন এবার দেখি কিভাবে আমেরিকা ব্রিটেন ইহাহুদি নাসারা গুলা মুসলমানের প্রানপ্রিয় নেতা মুয়াম্মার গাদ্দাফীর চরিত্র হননের কাজে নেমেছে।
১) এইটা নাকি নেতার প্রেমিকা, একটা উদাম নারীকে গাদ্দাফির প্রেমিকা বানিয়ে মিডিয়ার অপপ্রচার
২) নো শিরোনাম
৩) নো শিরোনাম
৪) নো শিরোনাম
৫) নো শিরোনাম
৬) নো শিরোনাম
৭) নো শিরোনাম
৮) নো শিরোনাম
৯) নো শিরোনাম
১০) নো শিরোনাম
১১) নো শিরোনাম
১২) নো শিরোনাম
মুসলিম বিশ্বের প্রতি ইহুদি নাসারা মালাউনদের এসব ষড়যণ্ত্র রুখতে ঈমানদার মুসলামানদের প্রস্তুতি নিতে হবে এখনই সাথে শুরু করতে হবে সাইবার হামলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।