"মাসুদ পারভেজ মিঠু" দ্যা "পেক পেক পেক" বয়!!!
আমরা তো কিছু হলেই বলি যে আমার মতো দুঃখী আর কেউ নাই। আপনি কি দেখতে চান যে আপনি কত নাম্বার দুঃখী? তাহলে একটু কষ্ট করে কিছু জিনিস দেখে আসেন। আপনি বুঝতে পারবেন।
আপনি যদি নিজেকে সুখী মনে না করেন তাহলে এদের দিকে তাকান!
আপনি যদি ভাবেন আপনার বেতন কম তাহলে ওই মেয়েটার অবস্থাটা কি?
আপনি যদি মনে করেন আপনার অনেক বন্ধু নাই তাহলে অই সৈনিকটার বন্ধুত্ব দেখুন।
আপনি যদি হাল ছেড়ে দেওয়ার কথা বলেন তাহলে ওই লোকটার কথা ভাবুন।
আপনি ভাবছেন যে আপনার কাজের বোঝা অনেক, আপনি কি মনে করেন এই বোঝা তার থেকে বেশী?
আপনার যোগাযোগ ব্যবস্থার উপর যদি অনেক অভিযোগ হয় তাহলে তারা কি করবে?
আপনি হদি মনে করেন আপনার সমাজ আপনাকে যথার্থ মুল্যায়ন করছে না তাহলে এই বৃদ্ব মহিলা কি মনে করবেন?
তাই আপনার জীবনকে উপভোগ করতে চেষ্টা করুন যেভাবেই এটি আসে। তাহলে এতো আশান্তি আসবেনা ইনশাল্লাহ।
আরো কিছু জিনিস দেখি চলেন।
আপনার পড়াশুনা করতে অনেক রাগ লাগে কিন্তু তাদের লাগে না!
শাকসবজি খেতে অপছন্দ করেন কিন্তু তারা ক্ষুধার জ্বালা নিয়ে বেঁচে থাকে!
আপনার বাবা মা আপনাকে দেখাশুনা করে কিন্তু তাদের দেখার কেউ নেই!
একই গেম খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছেন, কিন্তু তাদের আর কোন উপায় নেই!
আপনার বাবা আপনাকে নাইকি’র বদলে অ্যাডিডাস এর জুতা এনে দিয়েছেন বলে মন খারাপ, কিন্তু তাদের মাত্র একটি ব্রেন্ড!
আপনি ঘুমানোর জন্য একটি বিছানা পেয়েছেন; তাতেও কি আপনি সুখী নন, কিন্তু তারা ইচ্ছা তারা যেন আর না উঠে!
এইরকম অনেক জিনিস আছে যেগুলো আপনার চোখে ধরা পড়বে কিন্তু এমন জিনিস খুব কম আছে যেগুলো আপনার মনে স্থান পাবে।
আপনি কি তারপরেও অভিযোগ করে যাবেন? আপনার আশপাশ দেখুন এবং আপনার জীবন যাপনকে বিচার করুন।
আপনি কি ওদের থেকে খুব কষ্টে আছেন?
আসুন, আমরা যতটুকু পারি ওদের জন্য কিছু করি।
চলুন “অভিযোগ করা বন্ধ করি, সবুর করি এবং মানুষের জন্য কিছু করি”
ভালো থাকবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।