আমাদের কথা খুঁজে নিন

   

জেমস বন্ড ০০৭ চরিত্রের ইতিবৃত্ত , এবং এই চরিত্রকে নিয়ে নির্মিত চলচিত্রের a to z (ডাউনলোড লিঙ্ক সহ)

হতেও পারে আমাদের মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া খুব কস্টসাধ্য যে কিনা এখনো বন্ড সিরিজেরে কোন চলচিত্র দেখে নাই । জেমস বন্ড ০০৭ নামটি শুনলেই আমাদের সামনেই চলে আসে এমন এক মানুষের নাম যে কিনা অসাধারণ গতিময়তা এবং উপস্থিত বুদ্ধি দ্বারা অসম্ভবকে সম্ভব করতে সমর্থ । কিন্তু কে এই বন্ড? ব্জেমস বন্ড চরিত্রটি মূলত প্রখ্যাত ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং কর্তৃক সৃষ্ট এক কাল্পনিক চরিত্র। ইয়ান ফ্লেমিং এর প্রথম উপন্যাসে জেমস বন্ডকে দেখানো হয় রয়েল নেভীর এক কমান্ডার হিসেবে এবং পরবর্তীতে তাকে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এক গোয়েন্দা হিসেবে নিয়োগ দেয়া হয় । ১৯৯৫ সালে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের নাম পরিবর্তন হয় যা বর্তমানে MI6 (Her Majesty's Secret Service) নামে পরিচিত।

এই চরিত্রটিকে নিয়ে এখন পর্যন্ত অসংখ্য চলচিত্র , উপন্যাস , কমিক্স , ভিডিও গেমস তৈরি হয়েছে। জেমস বন্ড কেনো ০০৭ এবার আসি জেমস বন্ডের কোড নাম্বার ০০৭ নিয়ে । আমাদের মাঝে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে জেমস বন্ড কেনো ০০৭? MI6 এর প্রতিটি এজেন্টের একটি করে কোড নাম্বার থাকে তবে যাদের আগে ০০ আছে শুধু মাত্র তারাই প্রয়োজনে হত্যা করার লাইসেন্স প্রাপ্ত । আর জেমস বন্ড চরিত্রের স্রস্টা ইয়ান ফ্লেমিং তার জীবদ্দশায় জেমস বন্ডের উপর ১২ টি বই লিখেছেন , তার মৃত্যুর পর অন্য লেখকেরা এই সিরিজ লিখেছেন । এইসব সিরিজে মোট ১৩ জন এজেন্ট আছে যারা ০০ সিরিজের অন্তর্ভূক্ত।

এজেন্ট ০০১ (শুধু মাত্র বইয়ে উল্লেখিত, সিনেমায় নয়) - এডওয়ার্ড ডন। এজেন্ট ০০২ - বিল ফেয়ারব্যাংকস - থান্ডারবোল্ট সিনেমায় বৈরুতে নর্তকীর কোলে খুন হন ১৯৬৯ এ। এজেন্ট ০০৩ - জেসন ওয়াল্টার্স - সাইবেরিয়াতে রাশিয়ান গোপন মাইক্রোচিপ চুরি করে পালানোর সময় খুন হন। এজেন্ট ০০৪ - এইডান ফ্লেমিং - জিব্রালটার এ ভুয়া কেজিবি এজেন্ট এর হাতে খুন হন। তাকে পাহাড়ের ওপর থেকে ফেলে দেয়া হয়।

এজেন্ট ০০৫ - স্টুয়ার্ট থমাস - চোখের সমস্যার জন্য উনি আর কাজ চলিয়ে যেতে পারেন নি এবং অনত্র বদলী হন। এজেন্ট ০০৬ - আ্যলেক ট্রেভেলিয়ান - এই এজেন্ট MI 6 এর বিরুদ্ধে কাজ করেন। কিন্তু পরে তার স্যাটেলাইট বেস ধ্বংস হলে খুন হন। এজেন্ট ০০৭ - জেমস বন্ড নিজেই! এজেন্ট ০০৮ - বিল টিমুথি - জেমস বন্ড এর রিপ্লেসমেন্ট। বন্ড না থাকলে MI 6 একে দিয়ে কাজ করাবে! এজেন্ট ০০৯ - পিটার স্মিথ - অক্টোপুসি সিনেমায় মিশকা এবং গৃশকা নামের দুজন জমজ বোনের ছুরির আঘাতে বার্লিনে খুন হন।

এজেন্ট ০০১০ - অচেনা এজেন্ট! এজেন্ট ০০১১ - সিন্গাপুরে হারিয়ে যাবার পরে তাকে খুজে পাওয়া যায় নি। এজেন্ট ০০১২ - স্যাম জনস্টন - এর সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। এজেন্ট ০০১৩ - ব্রাইয়নি থর্ন - একজন মহিলা এজেন্ট যাকে শুধু জেমস বন্ড কমিকেই দেখা গেছে। এর মধ্যে ৭ম এজেন্ট ছিলেন জেমস বন্ড তাই জেমস বন্ডের কোড ০০৭ । শুধু মাত্র এই ০০৭ কে নিয়েই চলচিত্র তৈরি হয়েছে তবে Golden Eye সিনেমাতে ০০৭ এবং ০০৬ দুজনকেই দেখানো হয়েছে।

ব্যাক্তি হিসেবে কেমন জেমস বন্ডঃ ইয়ান ফ্লেমিং তার রচিত উপন্যাসে জেমস বন্ডের কোন বয়স উল্লেখ করেন নাই । তবে চলচিত্রে তাকে মোটামুটি ৪০ ঊর্ধ্ব এক মানুষ হিসেবে দেখানো হয়েছে । ব্যাক্তি হিসেবে বন্ড এক সাহসী , বুদ্ধিমান এবং নারীদের কাছে যৌনাবেদনময়ী পুরুষ। বন্ড নিজেকে অন্য কারো সাথে পরিচয় করেন, "বন্ড, জেমস বন্ড" হিসেবে। মার্টিনি ককটেল হিসেবে ভদকাতেই বেশী স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

তার সহজাত ও স্বাভাবিক পোশাক হচ্ছে একটি ডিনার জ্যাকেট। সচরাচর তিনি রোলেক্স সাবমেরিনার হাতঘড়ি পড়তেই পছন্দ করেন। বন্ডের সহকারী কিছু চরিত্র চরিত্রঃ Q: এটাও একটা কাল্পনিক চরিত্র , যে কিনা MI6 এর গবেষনা বিভাগের প্রধান এবং বন্ডের জন্য বিশেষ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি পন্য তৈরী করেন। M: এটাও একটা কাল্পনিক চরিত্র , যে কিনা MI6 এর প্রধান এবং বন্ডের সরাসরি বস। Felix Leiter : একজন CIA এজেন্ট, বিভিন্ন মিশনে বন্ডকে সহযোগীতা করাই যার কাজ।

বন্ড মুভি এবার আসি বন্ড সিরিজের মুভি নিয়ে । এখন পর্যন্ত বন্ডকে নিয়ে সর্বমোট ২২ টি চলচিত্র নির্মিত হয়েছে । প্রথমটি ১৯৬২ সালে (Dr. No) এবং সর্বশেষ ২০০৮ সালে (Quantum of Solace) । সর্বমোট ৬ জন অভিনেতা বন্ড চরিত্রে অভিনয় করেছেন। তারা হলেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুরে,টিমোথি ডাল্টন, পির্য়াস ব্রুসনান এবং সর্বশেষ ডেনিয়েল ক্রেগ ।

২০১২ সালে বন্ড সিরিজের আরেকটি মুভি "Bond 23" মুক্তি পাবে । এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বন্ড মুভি গুলোর সংক্ষিপ্ত বর্ননা এবং ডাউনলোড লিঙ্ক দেয়া হলো। প্রথমেই আসি শন কনারি অভিনীত চলচিত্র গুলোর দিকে। 1 Dr. No (1962) পরিচালক : Terence Young IMDB Rating : 7.3 ডাউনলোড লিঙ্কঃ Dr. No 2 From Russia with Love (1963) পরিচালক : Terence Young IMDB Rating : 7.5 ডাউনলোড লিঙ্কঃ From Russia with Love 3 Goldfinger(1964) পরিচালক:Guy Hamilton IMDB Rating : 7.9 ডাউনলোড লিঙ্কঃ Goldfinger 4 Thunderball (1965) পরিচালক :Terence Young IMDB Rating : 7.0 ডাউনলোড লিঙ্কঃ Thunderball 5 You Only Live Twice (1967) পরিচালক :Lewis Gilbert IMDB Rating : 6.9 ডাউনলোড লিঙ্কঃ You Only Live Twice 7 Diamonds Are Forever (1971) পরিচালক :Guy Hamilton IMDB Rating : 6.7 ডাউনলোড লিঙ্কঃ Diamonds Are Forever জর্জ ল্যাজেনবি অভিনীত 6। On Her Majesty's Secret Service (1969) পরিচালক :Peter R. Hunt IMDB Rating : 6.8 ডাউনলোড লিঙ্কঃ On Her Majesty's Secret Service রজার মুরে অভিনীত 8 Live and Let Die (1973) পরিচালক :Guy Hamilton IMDB Rating : 6.8 ডাউনলোড লিঙ্কঃ Live and Let Die 9 The Man with the Golden Gun (1974) পরিচালক :Guy Hamilton IMDB Rating : 6.6 ডাউনলোড লিঙ্কঃ The Man with the Golden Gun 10 The Spy Who Loved Me (1977) পরিচালক :Lewis Gilbert IMDB Rating : 7.1 ডাউনলোড লিঙ্কঃ The Spy Who Loved Me 11 Moonraker (1979) পরিচালক :Lewis Gilbert IMDB Rating : 6.1 ডাউনলোড লিঙ্কঃ Moonraker 12 For Your Eyes Only (1981) পরিচালক :John Glen IMDB Rating : 6.8 ডাউনলোড লিঙ্কঃ For Your Eyes Only 13 Octopussy (1983) পরিচালক :John Glen IMDB Rating : 6.5 ডাউনলোড লিঙ্কঃ Octopussy 14 A View to a Kill (1985) পরিচালক :John Glen IMDB Rating : 6.1 ডাউনলোড লিঙ্কঃ A View to a Kill টিমোথি ডাল্টন অভিনীত 15 The Living Daylights (1987) পরিচালক :John Glen IMDB Rating : 6.7 ডাউনলোড লিঙ্কঃ The Living Daylights 16 Licence to Kill (1989) পরিচালক :John Glen IMDB Rating : 6.5 ডাউনলোড লিঙ্কঃ Licence to Kill পির্য়াস ব্রুসনান অভিনীত 17 GoldenEye (1995) পরিচালক :Martin Campbell IMDB Rating : 7.1 ডাউনলোড লিঙ্কঃ GoldenEye 18 Tomorrow Never Dies (1997) পরিচালক :Roger Spottiswoode IMDB Rating : 6.4 ডাউনলোড লিঙ্কঃ Tomorrow Never Dies 19 The World Is Not Enough (1999) পরিচালক :Michael Apted IMDB Rating : 6.3 ডাউনলোড লিঙ্কঃ The World Is Not Enough 20 Die Another Day (2002) পরিচালক :Lee Tamahori IMDB Rating : 6.0 ডাউনলোড লিঙ্কঃ Die Another Day ডেনিয়েল ক্রেগ অভিনীত 21 Casino Royale (2006) পরিচালক :Martin Campbell IMDB Rating : 7.9 ডাউনলোড লিঙ্কঃ Casino Royale 22 Quantum of Solace (2008) পরিচালক :Marc Forster IMDB Rating : 6.8 ডাউনলোড লিঙ্কঃ Quantum of Solace তবে আমার কাছে শন কনারি এবং ব্রুসনান অভিনীত সিনেমাগুলোই সবথেকে বেশী ভালো লেগেছে ।

আশাকরি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ ( বি.দঃ এখানে অনেক মুভির stagevu লিঙ্ক দেয়া আছে , কিন্তু stagevu বন্ধ হয়ে যাওয়ার ফলে ঐ লিঙ্কগুলো আর কাজ করবেনা , বিকল্প হিসেবে আপনারা ৩৬ নম্বর মন্তব্যে দেয়া টরেন্ট লিঙ্কগুলো থেকে ডাউনলোড করতে পারেন ) রেফারেন্সঃ বন্ড কেনো ০০৭ এই তথ্যটা আমি ডিস্কো বান্দরের এই পোস্ট থেকে জেনেছি বাকি তথ্যগুলো উইকি এবং IMDB থেকে নেয়া।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।