শুকরেরও অধম....... আমি নরকের কীট
জেমসের এই লুটপাট গানটা আমার খুব ভাল লাগে।
এত পুরাতন গান, অথচ সেদিনও শশীকে এই গানটার লিরিক লিখে দেওয়ার সময় মনে হচ্ছিল প্রতিটা অনুভূতি নতুন!! ওর ঝিলিক দেওয়া বুদ্ধিদীপ্ত বড়বড় চোখের দিকে তাকিয়ে এই গানটা আমি সারাজীবন লিখে যেতে পারি হাজারটা পৃষ্ঠায়!!! গানটার লিরিক শেয়ার করছি সবার সাথে
** চলতি পথে- জাদুকর ভালবাসা....
প্রেমিক ডাকাতের মতো; তোমাকে ছিনিয়ে নেবে..
মৌসুমি বাতাসে উড়ে যাবে ভালবাসা।
হৃদয়ের চোরাপথে তুমি হারিয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে; তুমি চৌচির হয়ে যাবে।।**
**চোখের ইশারায় ছুঁড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন,
তমি দিশেহারা হয়ে যাবে- তুমি পথহারা হয়ে যাবে.....
অনন্ত আকাশে উড়ে যাবে ভালবাসা।
অন্তরে মাঠে ঘাটে তুমি সব বিকিয়ে দেবে.....
এই চোখে তাকিও না-লুটপাট হয়ে যাবে;
তুমি- এই চোখে তাকিও না-লুটপাট হয়ে যাবে; **
**তর্জনী উঁচিয়ে জ্বেলে দেব সবুজ আগুন,
তুমি নজরবন্দী হয়ে যাবে, তমি ঘুমহারা হয়ে যাবে...
নিশাচর স্বপ্নে আততায়ী ভালবাসা-
ভবঘুরে এই বুক তোমাকে কাছে টেনে নেবে!!!
এই চোখে তাকিও না-লুটপাট হয়ে যাবে;
এই চোখে তাকিও না-চৌচির হয়ে যাবে।**
এই চোখে তাকিও না-লুটপাট হয়ে যাবে;
তুমি চৌচির হয়ে যাবে.... তুমি লুটপাট হয়ে যাবে....
ইশ! এই গানটা শুনলে মনে হয় নেশা ধরে যায়.... সত্যিই যেন মনে হয় ভালবাসারা আততায়ী হয়ে ঘাপটি মেরে আছে প্রিয় মানুষটিকে তীব্র আঘাতে নিজের শরীরের সাথে, প্রতিটি রোমকূপের সাথে মিশিয়ে ফেলার জন্য....ভালবাসায় চৌচির করার জন্য....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।