আমাদের দেশের মেয়েরা দিন দিন এত সুন্দর হচ্ছে সত্যিই চিন্তার বিষয় । পরিবারের কাউকে সাথে নিয়ে আর টিভি দেখার মত চ্যানেল নাই । নগ্নতাই যেন সব চ্যানেলের প্রিয় অনুষ্ঠান হয়েছে । এখন "মিস ইউনিভারসিটি " আয়োজন চলছে ।
কিছুদিন পর যে সব শুনবেন
"মিস নিউ বেবি"
"মিস কেজি ইসকুল"
"মিস প্রাইমারি ইসকুল"
"মিস সিনিয়র ইসকুল"
"মিস প্রিটেস্ট ইসকুল"
''মিস গোল্ডেন ৫ ইসকুল''
"মিস সরকারি ইসকুল"
"মিস বেসরকারি ইসকুল"
"মিস কলেজ"
"মিস ফাস্ট ইয়ার"
"মিস সেকেন্ড ইয়ার"
"মিস ফেল কলেজ"
"মিস পাস কলেজ"
"মিস এডমিশন"
"মিস ইন্জিনিয়ার"
"মিস ডাক্তার"
এসব তো বিয়ের আগের কথা বিয়ের পর মিস এর বদলে মিসেস লাগানো হবে ।
"মিসেস বিবাহিতা"
"মিসেস ১ ছেলের মা"
"মিসেস ২ বা ততোধিক ছেলের মা"
"মিসেস বুড়ি"
হায়রে মিসের দল তোগো লাইগা আফসুস । আর তোদের বাবা-মার লাইগা করুনা । কারন তোদের বাবা-মা তোদের সাদা চামড়া দেখিয়ে দৃষ্টিকটু অঙ্গ-ভঙ্গি প্রকাশ করে টাকা ইনকামে পাঠায়ছে । এমন বাবা-মা যেন আমাদের না থাকে । নগ্নতাই যেখানে প্রথম হওয়ার হাতিয়ার সে সব প্রতিযোগি মেয়েদের আর তাদের বাবা-মার কাছে আমরা কি আশা করতে পারি ???
ব্লগার প্রতিবাদীকন্ঠ০০৭ আরও কিছু পেয়েছেন সেগুলো এড করে দিলাম ।
মিস কাজের মেয়ে
মিসেস বুয়া
মিসেস সংবাদ পাঠিকা,
মিসেস ব্যাংকার,
মিসেস গৃহিনী,
মিসেস ব্যবসায়ী,
মিস সাংবাদিকা,
মিসেস রাজনীতিবিদ
মিস গার্মেন্টস । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।