আমাদের কথা খুঁজে নিন

   

অসময়ে দুজনে

বসন্তের মিষ্টি দুপুরে.. কুকিলটা সুরের তরঙ্গে.. হাবুডুবু খেতে ব্যস্ত তার প্রিয়ার সাথে ! দোল খাওয়া কচি পাতায় স্বর্ণালী রোদের ঝিলিক অদ্ভুদ ভাললাগা বসন্তি রুপ।। মনটা আনমনা হয়ে যায় অজান্তেই ভেসে উঠে মানসপঠে তোমার স্নিগ্ধ সেই মুখচ্ছবি মুহূর্তেই ম্লান হয়ে যায় সব পৃথিবীর সব সুন্দর যেন লুটোপুটি খায় তোমার পদতলে।। ইচ্ছে করে ভীষন তোমার মিষ্টি ছোয়া পেতে তোমার ওই তুলতুলে হাত দুটি স্পর্শ করা হয়নি আজও লজ্জা না যতটুকু, ততটুকু অজানা ভয়ে পৃথিবীর মানুষগুলো তোমার ওই শুভ্র হাসির মত নয় তোমার মিষ্টি কথার মত তো নয় বড্ড কুৎসিত তাদের মন বুঝেনা তারা ভালবাসার শুভ্রতাগুলো কিংবা হয়তোবা সেই বোধটুকু তাদের নাই অব্যক্ত কথাগুলো গুমরে উঠে ছটফট করে উঠে বন্দি সেই পাখিটার মতো উড়ে বেড়াতে তোমার আকাশে পাখিদের নীড়ে ফেরা গোধুলীতে সবটুকু সংকোচ ছেড়ে যখন হাত বাড়ালাম তোমার দিকে তখন তুমি অনেক দূরে চলে গেছ ভুল বুঝে এক বুক কষ্ট নিয়ে।। আর আমি ? কষ্টগুলো আকাশের ক্যনভাসে ছড়িয়ে দিয়ে হেটে চলি অজানার পানে জানিনা শেষ কোথায় দুজনের এই অনন্ত যাত্রার।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।