আমাদের দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সীমান্তবর্তী একটি জেলা সাতক্ষীরা । এখান থেকে অবাধে আমাদের দেশে মাদকদ্রব্য ঢুকছে। এই এলাকার সীমান্তবর্তী গ্রামগুলোতে এমন কোন পরিবারকে খুঁজে পাওয়া যাবে না, যারা মাদক ব্যবসার সাথে জড়িত নয়। তাদের ভাষায় তারা যদি রাতে এক খ্যাপ মারতে পারে তাহলে তারা অল্প কষ্টে ৩০০-৫০০ টাকা উপার্জন করতে পারে । তাদের এই ব্যবসার জন্য ঠিক তাদেরকে আমি দায়ী করব না,দায়ী করব আমাদের দেশের আইনকে ।
আমাদের দেশের বর্ডার গার্ড এবং পুলিশরা কত খারাপ খেয়াল করুন তারা এই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা খেয়ে মাদকদ্রব্য ছেড়ে দেয়। আবার পুলিশদের তথাকথিত informer বা দালাল আছেন , তারা কি করেন তাদেরকে ধরিয়ে দেন যারা তাদেরকে টাকা না দেন। এই ধরিয়ে দেওয়ার পর কি হয় তাদেরকে কোর্টে চালান দেওয়া হয় এবং এই মাদক ব্যবসায়ীরা ২ দিন পর জামিন নিয়ে চলে আসে যেন শ্বশুরবাড়ি থেকে ফিরল। এটা তাদের কাছে নিত্যনৈমত্তিক ব্যাপার । আমার জানা মতে , এক একজনের নামে ৭-৮ টি মামলা চলে।
কিন্তু তাদের সাজা কোন দিনও হয় না। আমি এমন একজনকে চিনি যিনি জেলে ঢুকার আগে জামিনের বাবস্থা করে জেলে ঢুকেছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।