আমাদের কথা খুঁজে নিন

   

মংলায় হরিণের মাংসসহ জেলে আটক

শনিবার সকালে একটি মাছের বাজার থেকে শুক্কুর আলীকে (৪০)গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মংলা থানার এএসআই আব্দুল কুদ্দুস।
আটক শুক্কুর রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী গ্রামের ফুলি মিঞার ছেলে।
এএসআই আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মংলা মাছ বাজারে গিয়ে ওই জেলের ব্যাগ তল্লাশি করে দুটি পলিথিনে রাখা তিন কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর আলী পুলিশকে জানিয়েছেন, চার দিন আগে তিনিসহ কয়েকজন জেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকায় মাছ ধরছিলেন। এ সময় একটি হরিণ বন থেকে লাফিয়ে তাদের জালে পড়ে। তখন তারা হরিণটি ধরে জবাই করে ভাগ করে নেন।
মাংস খাবার অনুপোযোগী হয়ে যেতে পারে বলে তা সিদ্ধ করে রেখে দিয়েছিলেন বলেও পুলিশকে জানান শুক্কুর।  
এই ঘটনায় এএসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে ওই জেলের বিরুদ্ধে মংলা থানায় বন্যপ্রাণি সংরক্ষণ আইনে একটি মামলা করেছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।