আমাদের কথা খুঁজে নিন

   

মংলায় বিনামূল্যে বসুন্ধরা খাতা বিতরণ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সমাজের বিভিন্ন সেক্টরে উন্নয়নের পাশাপাশি শিশুদের শিক্ষার অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মঝে বিনামূল্যে বসুন্ধরা খাতা বিতরণ করা হয়েছে।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় বাগেরহাটের মংলায় বিএন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ খাতা বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষে চিফ মার্কেটিং প্রমোশন অফিসার মো. সাইফুল ইসলাম হেলালী এ কথা জানান।

বসুন্ধরা গ্রুপের পক্ষে রবিবার মংলা বন্দর এলাকায় অবস্থিত বিএন স্কুল অ্যান্ড কলেজ, মংলা পোর্ট বহুমুখী মাদ্রাসা, সিগন্যাল টাওয়ার এতিমখানা, বানিয়াশান্তা মাদ্রাসার এক হাজার ৩৮৬ জন শিক্ষার্থীর মধ্যে চার হাজার ৪০টি বসুন্ধরা খাতা বিনামূল্যে বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি বাংলাদেশ নেভি সার্ভিস, মংলার কমান্ডিং অফিসার ক্যাপ্টেন এম রাকিবুউদ্দীন ভূঁইয়া, (ত্যাজ), পিএসসি, বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উপহারস্বরূপ এ খাতা পেয়ে শিক্ষার্থীরা সন্তুষ্ট।

বিএন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বসুন্ধরা খাতা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কমান্ডার এম আজিজুল হক (সি), বিএনসহ বিদ্যালয়ের শিক্ষকেরা।

অপরদিকে, বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং প্রমোশন অফিসার মো. সাইফুল ইসলাম হেলালী,  বিভাগীয় প্রধান (হিসাব) মো. রবিউল ইসলাম, বিভাগীয় প্রধান (প্ল্যান্ট অপারেশন) ইঞ্জিনিয়ার নবারুন কুমার সাহা, ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মো. গোলাম মোর্ত্তজা, রিজিওনাল (সেলস ম্যানেজার) মো. আলমগীর হোসেন।

এ ছাড়াও বুসন্ধরা খাতার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।