আমাদের কথা খুঁজে নিন

   

বিবিএস বঞ্চিতদের ভোটগুলো এবার আর সরকার পাবেনা। যারা কোটা ব্যবস্থার বলি হয়েছেন, তাদের সংখ্যা নেহায়েত কম নয়। সেই সাথে যোগ করতে হবে তাদের পরিবারের ভোটার সদস্যগুলো, এবং সমমনা লোকজন। সরকারে উপর মানুষের বিরক্তির শেষ নেই। তার সাথে যোগ হল নতুন অনুষঙ্গ। পাবলিক সে

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়। বিবিএস বঞ্চিতদের ভোটগুলো এবার আর সরকার পাবেনা। যারা কোটা ব্যবস্থার বলি হয়েছেন, তাদের সংখ্যা নেহায়েত কম নয়। সেই সাথে যোগ করতে হবে তাদের পরিবারের ভোটার সদস্যগুলো, এবং সমমনা লোকজন। সরকারে উপর মানুষের বিরক্তির শেষ নেই। তার সাথে যোগ হল নতুন অনুষঙ্গ। পাবলিক সেন্টিমেন্ট বোঝার নুন্যতম ক্ষমতাও যদি সরকারের থাকত। মুক্তিযোদ্ধাদের সন্তানরাই শুধু নন এখন তাদের নাতি-পুতিরাও কোটার সুবিধা পাচ্ছেন। প্রতিপক্ষ হয়ে মুখোমুখি দাড়িয়ে যাচ্ছে একটি প্রজন্ম। চাকুরিতে প্রবেশের বয়স বাড়ানো এবং কোটা ব্যবস্থা বাতিল না হলে, সামনের ভোট আমলীগের **** দিয়ে ঢোকানে হবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।