আমাদের কথা খুঁজে নিন

   

অর্থনৈতিক শুমারিতে ব্যবসায়ীদের সহযোগিতা চায় বিবিএস

শনিবার এফবিসিসিআইর সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বিবিএস প্রতিনিধিদের মত বিনিময় সভায় এ আহবান জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান।
“দেশের উন্নয়নের স্বার্থে সঠিক তথ্য দিয়ে যথাযথ পরিকল্পনা গ্রহণে ব্যবসায়ীদের উচিত শুমারিতে সহায়তা করা। ”
‘অর্থনৈতিক শুমারি ২০১৩’ উপলক্ষে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান, বিবিএস উপমহাপরিচালক মিজানুর রহমান, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি মো. হেলালউদ্দিনসহ অন্যান্যরা।  
সভায় প্রবন্ধ উপস্থাপনায় বিবিএস প্রকল্প পরিচালক দিলদার হোসেন অর্থনৈতিক শুমারির পটভুমি, উদ্দেশ্য ও পদ্ধতি তুলে ধরেন।

পরে এফবিসিসিআইয়ের পরিচালকসহ ব্যবসায়ীরা মুক্ত আলোচনায় অংশ নেন।
মিজানুর রহমান বলেন, “ব্যবসায়ীরা ট্যাক্সের ভয়ে সঠিক তথ্য দিতে চান না। অথচ সঠিক তথ্য ছাড়া অর্থনীতি বা দেশের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নেয়া কঠিন হয়ে পড়ে। ”
শুমারি থেকে পাওয়া তথ্যগুলো গোপন রাখতে বিবিএস প্রতিনিধিদের পরামর্শ দেন ব্যবসায়ীরা।
আকরাম উদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সঠিক অর্থনৈতিক শুমারি অত্যন্ত জরুরি।


শুনানিতে তথ্য দিতে ব্যবসায়ীদের সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসা উচিত বলেও মত দেন তিনি।
দেশে এবার তৃতীয়বারের মত অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হচ্ছে।
এর প্রথম পর্বে চলে ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। এ সময়ে দেশের ৩৭টি জেলা থেকে তথ্য সংগ্রহ করা হয়।
দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত সময়ের মধ্যে।

এ সময়ে বাকি ২৭টি জেলা থেকে তথ্য সংগ্রহ করা হবে।
গত ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। শুমারি পরিচালনার জন্য ৮৫ হাজার গণনাকারি ও ২০ হাজার সুপাইভাজার নিয়োগ করা হয়েছে। স্থানীয় পর্যায়ের শিক্ষিত বেকার যুবারা জরিপে অংশ নেয়।
এবারের শুমারির প্রশ্নপত্রে ২৭টি বিষয়ে তথ্য চাওয়া হচ্ছে।

এর আগে সিলেট ও পাবনায় পাইলট প্রকল্প হিসেবে এই শুমারি শুরু হয়।
১৯৮৬ সালে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়। এরপর ২০০১ সালে শহরে ও ২০০৩ সালে পল্লী এলাকায় করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।