রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত তিন মাস ধরে মূল্যস্ফীতির হার ক্রমান্বয়ে কমে আসছে। অর্থ্যাৎ মূল্যস্ফীতি বৃদ্ধির মাত্রাটা সামান্য। অর্থবছরের বাকি তিন মাসে এই বৃদ্ধির হার আরো কমবে। এ অবস্থায় আমরা প্রত্যাশা করছি বাজেটে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার যে টার্গেট ধরা হয়েছিল সেটা সম্ভব হবে। ”
পরিসংখ্যান দিয়ে মোস্তফা কামাল বলেন, “অর্থবছরের নয় মাসের হিসাবে (মার্চ পর্যন্ত) গড় মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ।
এপ্রিল, মে ও জুন- এই তিন মাসে কমলে অর্থবছর শেষে তা ৭ শতাংশে নেমে আসবে। ”
চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এই অর্থবছরের আর তিন মাস বাকি আছে। এরইমধ্যে আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু হয়েছে।
৫ জুন জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম এবং নিজর অষ্টম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী।
মার্চে মূল্যস্ফীতি ৭ দশমিক ৪৮ শতাংশ
নতুন সরকার দায়িত্ব নেয়ার পর তৃতীয় মাসে সার্বিক মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মার্চে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ।
ফেব্রুয়ারিতে এ হার ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ। বছরের প্রথম মাস জানুয়ারিতে মূল্যস্ফীতি হয়েছিল ৭ দশমিক ৫০ শতাংশ।
খাদ্য খাতে মূল্যস্ফীতি ফেব্রুয়ারির ৮ দশমিক ৮৪ শতাংশ থেকে বেড়ে মার্চে ৮ দশমিক ৯৬ শতাংশ হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।