আমাদের কথা খুঁজে নিন

   

দেখুনতো "ওয়াল ষ্ট্রীট দখল কর" আন্দোলনের সাথে এই বিলাসী গাড়ীর কোন সম্পর্ক আছে কিনা?

পৄথিবীতে কনোদিনও শোষক এবং শোষিতের যুদ্ধ থেমে থাকেনি। এখনো চলছে.....এবং চলবে। তার মানে শোষকের জন্য নিত্ত নতুন বিলাসী বস্তু তৈরী হতেই থাকবে শোষিতের রক্ত ঘামের টাকায়? নীচের গাড়ীতি দেখুনতো...... অষ্ট্রেলিয়ার কোম্পানী Marchi Mobile ঘোষনা করেছে তাদের Luxury mobile home Elemment Palazzo গাড়ীর কথা। গাড়ীটিতে আছে এটাচড্ বাথরুমসহ একটি মাষ্টার বেড রুম। বাথরুমে পেতে পারেন রেইনফল শাওয়ারের স্নিগ্ধ অনুভুতি।

আছে লিভিং রুম। লিভিং রুমে আছে ৪০’’ ফ্ল্যাট প্যানেল টিভি, ফায়ার প্লেস, স্ক্যইভিঊ রুফটপ, পপআপ (বাটন চাপলেই ওয়াল থেকে বেরিয়ে আসবে) বার আছে ফ্লোরের নীচে হিটিং সিস্টেম যা একটি সুইচের মাধ্যমে চালু করা যায়। এ্যরোডায়নামিক ডিজাইনের ৪০ ফুট লম্বা এই গাড়িটির ওজন ২০ টন যা সর্বচ্চো ঘন্টায় ৯৩ মাইল বেগে চলতে পারে। জ্বালানী খরচ একই আকৄ্তির অন্য গাড়ীর তূলনায় ২০% কম। গাড়ীটি কাস্টমাইজেবল, অথ্যাত চাহিদামত বিভিন্ন উপকরণ এতে সংযোজন করা যাবে।

গাড়ীটির দাম কত বলুনতো? হুম, আপনার অনুমান মন্দ না......দাম US$ 30,00,000, সংক্ষেপে ৩ মিলিয়ন আমেরিকান ডলার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।