আমাদের কথা খুঁজে নিন

   

দেখুনতো মনে পড়ে কিনা?

এবার হবেই! লোরকের পাশে এবার আপনিও >> ০১৮৩৬৫৫৫৬৪০ মধু মাসের ফল বাজারে এসেছে। মধু মাসের অন্যতম ফল আম। এই আম নিয়ে আমরা ছোট বেলায় অনেক ছড়া কাটতাম। আমার বাড়ি টাঙ্গাইলে। টাঙ্গাইলের কিছু ছড়া আপনাদের সাথে শেয়ার করছি।

দেখুনতো আপনিও এই ধরনের ছড়া শুনেছেন কিনা ছোটবেলায়......... আম জৈল জৈল আমের হপায় বৈল, একটা আম পাকছে কাক এর মন হাসছে। আমার নানীকে দেখতাম সকাল বেলা ঘুম থেকে উঠে এই ছড়া আওরাতে। একসময় ছড়া জীবনের প্রত্যহ কাজের অংশ ছিল। কিন্তু আজ আমরা কেন সেই ধরনের ছড়া শুনতে পারি না। আপনাদের কি মনে হয়??? খাকিরে দিলাম পাও খাকি আমার মাও, সারাদিনের গুনাহ আল্লা মাফ কইরা দেও।

এই ধরনের কোন ছড়া জানলে আমাদের সাথে শেয়ার করুন। লোরকের সাথে থাকুন। http://www.facebook.com/lorokbd ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।