[পর্থমেই কইয়া দেই, এইটা একটা চরম ফাউল মার্কা পুস্ট, নিজের রিস্কে হান্দাইবেন, আপনের মাইন্ড খাওনের সব এন্তেজাম এইহানে আছে। তয় আপনে যদি ম্যাঙ্গু হইয়া থাকেন, তাইলে মনয় অত্ত পোড়াইতনা । ]
১) এক লোক পিচিক কইরা পানের পিক ফেলল, আপনার সুন্দর সাদা শার্টটা এলিট পেইন্ট হইয়া গেল, মিজাজ বিলা হইল স্বাভাবিকভাবেই, এবং আপনি রাগে চিল্লাইতে শুরু করলেন। অমনি ঐ পাব্লিক “আলু”র গুদামে পোস্টার টাঙায়া দিলঃ “এইটা যুদ্ধাপরাধ বিচার বাঞ্চালের ষড়যন্ত্র!”
কুন সন্দেহ নাই, এই লোকটা আম্লীগ।
২) ভাইজান কিঞ্চিৎ আউলা, কিঞ্চিৎ ঝাউলা এবং বাউলা টাইপ।
চক্ষের চশমার গিলাস থিকা ফেরেম মোটা, ভুরু এর ভাঁজ তার থিকাও মোটা, গলার স্বর আরও মোটা, বগলদাবা করা বই ততোধিক মোটা, যেইসব এলিয়েনমার্কা পাব্লিকের নামের রেফারেন্স দেয়, তাও বিষম মোটা, তয় সবচে মোটা তেনার আক্কেল, তথা বুদ্ধি, তথা মাথা! ইনি নিজেরে কমরেড বইলা পরিচয় দিয়া থাকেন।
৩) আঙ্কেলটার বাসায় না বউ টিকে, না বুয়া! পাড়ায় পুলাপান মারামারি করলে পরে রাস্তায় পইড়া থাকা মানিব্যাগ টোকাইতে ইনারে নিয়মিত দেখা যায়। চেংড়িরা উনারে না লাইকাইলেও, মহল্লার ঘসেটি খালাম্মাদের কাছে উনার ব্যাপক কদর। হাজার চাপা মাইরাও ইনি যে জা পা, সেইটা চাপা রাখতে পারেন নাই।
৪) আপনি তারে দেইখা হাসলে সে মাইন্ড খায়, আপনারে ব্যক্তিত্বহীন মনে করে, না হাসলে কয় ভাব ধরসে; তার লাইগা চেয়ার ছাইড়া দিলে কয় “করুণা দেখাস ক্যালা ?” না ছাড়লে কয় বেয়াদব; তারে নাস্তা খাওয়াইয়া বিল দিবার চাইলে কয় ফুটানী মারাইতাসে, না দিলে কয় “হালা কিপটা !” আপনে যা-ই করেন, এই পাব্লিক সবসময় তার বিরোধীতা করবই।
কারণ, ইনি যে একজন বিম্পি!
৫) একটা চ্যাংড়া পুলা ধুমায়া ব্লগিং করে, সবসময় যুদ্ধ যুদ্ধ ভাব, সত্যের পক্ষে যুদ্ধ, মিথ্যার বিপক্ষে যুদ্ধ, আলোর জন্য যুদ্ধ, দুনিয়ার যত ভালা(!) কাম, এই পুলাডা যুদ্ধ ছাড়া কইতেও পারেনা, ভাবতেও পারে না। দ্বীন-দুনিয়ার সব বিষয়ে মহাপন্ডিত, খালি বাংলাদেশের ইতিহাস বিষয়ে ইট্টু কাঁচা!
এইগুলা হইল শিবির, মতান্তরে ছাগু, মতান্তরে গিলমান, মতান্তরে ... ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।