ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে আলোচিত বৈঠক প্রসঙ্গে ব্যবসায়ী ও নাম উল্লেখ না করে একজন আইনজীবীকে রাজনীতিতে নাক না গলানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। .........(.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তবে কি জনাব ইহাই সত্য- খাসলত যায়না ধূলে ইল্লত যায় না ম'লে??
সকল উদৌগ আয়োজনের মূলতো একটাই... শান্তি ও স্থিতিশীল উন্নয়নের পথে সুস্থ ভাবে চলা। তা এফবিসিআই হোক বা ব্যারিষ্টার রফিক হোন।.....
সত্যি বলতে কি আওয়ামী লীগ নিজেকে ছাড়া কাউকে বড় ভাবতে পারে না। সম্মান দিতে জানে না। ফলে তারা তা পায়ও না। ....যা পায় তা হল সন্ত্রাসীরা যেমন পায় ত্রাস জনিত মৌনতা বা এড়িয়ে চলা।
আজ সৈয়দ আশরাফ এটিও প্রমাণ করলেন, যে যায় লংকা সে হয় রাবন????
আওয়ামী লীগে নতুন নেতৃত্বের নতুন ভাবনা ভাবার ক্ষমতা নেই! এ কি বিশ্বাস করতে হবে? যদি নাই হয়, তবে সেয়দ আশরাফের কন্ঠেও কেন সেই একই ধ্বনি!!!!
জাতি বৃত্ত থেকে বেরুবে কিভাবে? আর কেউ যদি নাক না গলাতে পারে তবে কি আপনি এই কথাই পরিস্কার করলেন... রাজনীতি মানে আপনাদের গো ধরা মানুষের তথাকথিত কিছূ ব্যাক্তির ইচ্ছাই জাতি আর জনগণের নামে চাপিয়ে দেওয়ার সেই পুরানো রেওয়াজ?????
হা হা হা ব্রাভো সৈয়দ আশরাফ!!!!
দেশ জাহান্নামে যাক! মানুষ মরুক!! স্বাধীনতা বিপন্ন হোক!!!!
আপনাদের চাই ক্ষমতা!!!! আপনাদের প্রিয় নেত্রী নিয়ে বহিঃস্কৃত আত্ম ফাসি কামনা কারী রেন্টু ভাই'র প্রকাশিত সত্যই কি তবে শেষ সত্য!!!!! আমাদের ভাবতেও কষ্ট হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।