আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে মানবাধিকার বিষয়ে পেশাগত মানোন্নয়নে কর্মশালা

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরোর ডেস্ক প্রধান কর্নেলিয়াস ক্রেমিন বলেছেন, আমেরিকার জনগণের ট্যাক্সের টাকা বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোর মানুষের উন্নয়নের কাজে ব্যবহার করা হচ্ছে। আমরা সেই কাজ সম্পন্ন করার চেষ্টা করছি, যা অব্যাহত থাকবে। তিনি গতকাল মঙ্গলবার সকালে যশোরের একটি হোটেলে মানবাধিকার বিষয়ে পেশাগত মানোন্নয়নে আয়োজিত কর্মশালায় বক্তৃতাকালে এ কথা বলেন। ক্রেমিন আরও বলেন, ফেসবুক, ইউটিউব, টুইটার এবং ফ্লিকার-এর মত সামাজিক মিডিয়া ব্যবহার করে আমরা মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে অনেক কিছুই করতে পারি। বাংলাদেশের মানবাধিকার কর্মীদের সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে প্রমোশন অব সিভিক রাইটস ইন বাংলাদেশ থ্রো এডুকেশন, অ্যাডভোকেসি অ্যান্ড আইসিটি শীর্ষক প্রকল্পের আওতায় রিলিফ ইন্টারন্যাশনাল নামে একটি সংগঠন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধানঅতিথি হিসেবে বক্তৃতা করেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। সংগঠনের কর্মসূচি বিষয়ে আলোকপাত করেন রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলাম। কর্মশালায় যশোরের ২০জন সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মী অংশগ্রহণ করেন।#

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।