ফেইক আইডির যাত্রা শুরু হয় ফেসবুক নামক ওয়েব সাইটটি খোলার কিছু পর থেকেই। আগে টুকটাক মজা নিতে ফেইক আইডি খুলতো মানুষ । সময় , ফেসবুকের status আর মানসিকতার পাশাপাশি ফেইক আইডি গুলার কর্মকান্ডেরও ব্যাপক পরিবর্তন আইছে । ফেইক আইডি পোলা অথবা মেয়ে যে কারু নামে হইতে পারে । ইদানিং দেখা যায় মাইয়াগো নাম দিয়া ফেক আইডি খুইলা তারপরে পেজ প্রোমোট করে ।
। তাদের আইডিতে একই চেহারার কয়েকটা ফটু পাইয়া বিভ্রান্ত হওয়ার কুনো কারণ নাই । ইট ইজকল্ড 'কালেকশন' । । ঘুরাইয়া ফিরাইয়া একটা পেজটির গুনের কথা আর জনৈক পেজের ফটুওয়ালা পোস্টে ট্যাগিং করা ছাড়া কুনো কামই এদের করতে দেখা যায়না ।
। এসবআইডি ঘাটলে আরো ফ্রি পাওয়া যায় হরেক রকমের ইমোশনাল ইস্টাটাসের বিশাল সমাহার আর ''mon ta khub kharap'' বাক্যটি post করা । মোট কথা দুঃখ কারে কয় তা এই আইডিগুলার statusনা দেখলে কওয়া যায় না । এই হইলো , এ্যডমিন এ্যডমিন পার্ট নেয়া একটা আকাইমা ফেক আইডির কর্মকান্ড । ।
। । আবার ফেইক আইডিরে রিয়াল বুঝাইতে রিলেশনশিপ ইস্টাটাসে একটা পোলার আইডির লগে বিবাহিত দেয়া থাকে । অনেকে এইডা দেইখা মর্মাহত হয় । ।
পোলাগো নামে ফেইক আইডি খুইলাও আকাম কম চলে না । যেমনঃ তুমার ফটুডা তো মারভালাস্ । । অনেক আইডি দেখলে তো বুঝাই যায়না এইডা ফেইক না রিয়াল । ।
আইডিগুলার লিঙ্গ নির্বিশেষে এইসব আইডি থেকে দুই এক সময় আনকমন আর ভালো জিনিসও পোস্ট হয় । ঐগুলা দেখলে কিছুটা ভালো লাগে । তারপরেও ফেইক তো ফেইকই । ফেইকের ভালো খারাপ নাই । ।
তারপরেও কথা আছে , ফেইক আইডি নিজে ফেইক হইলেও তা থেকে পোস্ট হওয়া কিছু জিনিস রিয়াল । । ফেইক আইডি ফেসবুকের সামাজিক/ অসামাজিক কর্মকান্ডে অনেক অবদান রাখে । এরাও ফেসবুকের অংশ । দুই এক সময় হুদাই গেজাইলেও ফেইক আইডি গুলোর অবস্থান আমাদের ফেসবুকে বেশ ভালোই পজিটিভ অবদান রাখা শুরু করেছে ।
তারাও তো বদলাইতেছে দেশের অবস্থাটা বদলাইলেও ব্যাপক ভালো হয় । । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।