আমাদের কথা খুঁজে নিন

   

মেয়র পদে জয়-পরাজয়ের ফ্যাক্টর কি কি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সাতটি প্রধান নিয়ামক কাজ করবে বলে আজকের ইত্তেফাকে জানা গেল। নীচের লিংকে খবরটি আছে। Click This Link ব্যক্তিগত ইমেজ, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, আত্মীয়তার যোগসূত্র, নিজ দল ও নেতা-কর্মীদের সমর্থন, এলাকার উন্নয়নে অতীত অবদান, সাংগঠনিক দক্ষতা এবং দলের ও জোট শরিকদের সমর্থন — এই সাতটি বিষয়ই মেয়র পদে জয়-পরাজয়ের ফ্যাক্টর হিসেবে কাজ করবে। স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় কর্মকান্ডে প্রার্থীর আতীতে অংশগ্রহন একটা বড় ব্যাপার।

এখন কোন প্রার্থীর খারাপ অতীত তাকে জিততে নাও সাহায্য করতে পারে। আবার অনেকের ভাল ইতিহাসও তাকে জনপ্রিয় করলেও বাস্তবতায় অনেক কিছুই বদলে যেতে পারে। তবে যাই হোক, জনগণ কখনোই ভুল বাক্সে তাদের ভোট দেয় না। তবে যখন পস্তায়, তখন বুঝতে পারে যে তারা ভুল বাক্সে ভোট দিয়েছে। নারায়নগঞ্জবাসীদের প্রতি একটাই আহ্ববান থাকবেঃ পুরা দেশ তাকিয়ে আছে আপনাদের দিকে, তাই সুন্দর নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব এখন।

আর যেই জয়ী হোন না কেন, তাঁকে তাঁর মেয়াদকালে সহয়ায়তা করুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.