আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম ইসলামিয়া কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবি

তারা বলছেন, অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারণে কলেজটি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। তিনি কলেজকে মুনাফা করার স্থানে পরিণত করেছেন।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘ছাত্র-ছাত্রী সংগ্রাম পরিষদের’ ব্যানারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে শিক্ষার্থীরা।
লিখিত বক্তব্যে সংগঠনের যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার হাসান বলেন, প্রতিবছর কলেজের ভর্তি ফি বাড়ানো হলেও কলেজের কোনো উন্নয়ন হচ্ছে না। লাইব্রেরি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করা হলেও কলেজে পূর্ণাঙ্গ কোনো লাইব্রেরি নেই।


এছাড়া বার্ষিকী প্রকাশনা, বিএনসিসি, রেডক্রিসেন্ট ও স্কাউটের নামে টাকা আদায় করা হলেও এসবের কোনো কার্যক্রম নেই বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো অভিযোগ করেন, কলেজে শ্রেণিকক্ষের সংকট থাকলেও অধ্যক্ষ কলেজের মূল ভবনে চারটি কক্ষ দখল করে নিজের বাসভবন তৈরি করেছেন।
বিনা টেন্ডারে ৭৬ লাখ টাকা খরচ করে তিনি ওই ছয়তলা ভবন নির্মাণ করেছেন বলে জানায় শিক্ষার্থীরা।
এছাড়া ১৯৯০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বেতন-ভাতার চেয়ে ১১ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন তারা।
অবিলম্বে অধ্যক্ষ রেজাউল করিম পদত্যাগ না করলে বা তাকে অপসারণ করা না হলে আমরণ অনশনসহ কঠোর অন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে শিক্ষার্থীরা।


সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক রুমেল বড়ুয়া, সুমাইয়া আলম, সাইফুল ইসলাম, কাজী আসিফ আলভী ও পিংকী সাহা।
গত একমাস ধরে অধ্যক্ষের অপসারণসহ ১১ দফা দাবিতে আন্দোলন করে আসছে কলেজটির শিক্ষার্থীরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.