স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. কাজে আছি বাট মনটা বোধহয় এখানে নেই! কোথায় কোথায় উরে বেরাচ্ছে কে জানে...এমন কেন হয় যে আমার বৃত্তের মাঝে আমি যাকে রাখতে চাই সে তো কখনই আসবে না কিন্তু যাকে বা যাদেরকে রাখতে চাইবার কথা কল্পনাও করি না তারা এসে দরজায় কেন টোকা দেয়?? কষ্ট কেন লাগে???????? কেন ?? ভালো লাগে না...আমি আর খেলব না!! ভাববো না..কিন্তু তারপর ও ভাবা বন্ধ ও করতে পারি না!! আই হেট মাইসেল্ফ!! বারে বারে শুধু এক ই জিনিস কেন মনে পড়ে?? কেন আমি ভুলতে পারি না!!! ভালো থাকাটা তো এত জরূরি নয়...কিন্তু কেন সব সময় ভালো থাকতেই চায় এই মন!>? আমি স্বার্থপর নই! অন্যের জিনিস কখনই নিজের করে নেবার কথা ভাবিনি..কখনো ভাবতেও চাই না.....না না না না না....তবুও এমন কেন লাগে?? কান্না পাচ্ছে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।