জীবনটা যেন এক হিসেবের গন্ডি,
ছকে বাঁধা সময়ের বেড়াজালে বন্দি,
মানুষের মুখোশেতে রোবটের চলাচল,
গুনে চলি প্রতিক্ষণ যেন দম দেয়া কল।
যান্ত্রিক হয়ে ভুলি মানবের পরিচয়,
হেসে কথা বলি যেন মূল্যের বিনিময়।
স্বীয় স্বত্তার সনে করে চলি অভিনয়,
দেখে সবে হাসি মুখ,পোষে দুখ এ-হৃদয়।
স্মৃতিপটে ভাসে কভু আড্ডার কোলাহল,
ব্যাস্ততা পিছু ডাকে করে হত-বিহবল।
ব্যাস্ততা কমে না তো বেড়ে চলে প্রতিদিন,
দিন শেষে সফলতা মেপে দেখি অতি ক্ষীণ,
জীবন চলার পথ নয় ফুলশয্যা,
ক্ষয়ে শেষ হলো বুঝি অস্থি'র মজ্জা।
অবসাদে বুজে আসে কখনও বা দু'নয়ন,
দুঃস্বপ্নের বিভীষিকা করে সচেতন।
জানা নেই কোথা-কবে পথ চলার অন্ত,
মরিচীকা দেখি সম্মুখে আদিগন্ত।
কি যে করি কি না করি ভেবে বিভ্রান্ত,
পাদুকারা ক্ষয়ে শেষ আমি বড় ক্লান্ত..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।