আমাদের কথা খুঁজে নিন

   

গদ্য অথবা পদ্য?অথবা কিছুই না..শুধু এলোমেলো মনের এলোমেলো কথা!

ʚϊɞ

এমন তো হবার কথা ছিল না... ও তো শুধু আমারই ছিল.. সেই কবে থেকে আমি ওর সাথে জানো ?? ওকে নিয়ে নিলে এভাবে আমাকে নিঃস্ব করে.. ওই তো ছিল আমার.. আমার যা শুধুই আমার.. আমার ছোট্ট পৃথিবী তে সে আর আমি.. বেশ তো দিন যাচ্ছিল আমাদের.. তুমি কেন এলে? কেন আমার একমাত্র সম্বল কেড়ে নিলে ? নিঃসঙ্গ তো আমি সেই কবে থেকেই... কিন্তু এত টা একা কি কখনো ছিলাম ? আমি যত দেখি ততই অবাক হই ! এ কি আমার সেই " আমি " ? কি করে এমন হল ? কি করে আমার "আমি" তোমার হল? কি আছে ওর যা আমার নেই ? আমার "আমি" কেই যদি নেবে.. তাহলে আমাকে কেন ফেলে গেলে ? এ তো হতে পারে না... তোমার হয়ে যাওয়া আমার আমি কে আমার সহ্য হয় না... তোমার হয়ে যাওয়া জিনিস আমার পৃথিবী তে তো থাকতে পারে না... তাকে মরতে হবে... হ্যা তাকে মরতে হবে আমি তোমাকেও অসহায় করব ! আমি তোমার আমি কে মারব সে কি অসহ্য চিৎকার করে খুব কষ্ট হয় ও কত আমার ছিল এবার আমি নিষ্ঠুর হব বুঝিয়ে দেব আমাকে ছেড়ে যাওয়ার মর্ম আমি তোমার "আমি" কে খুন করব তোমার আমি কে খুন করব অথচ তুমি বাঁচাতে আসবে না! আমার চেয়ে বেশি ভালো তো ওকে বাসতে পারো নি !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।