আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার রাজশাহীর রোডমার্চে ৩ পথসভা ২ জনসভা

খালেদার রাজশাহীর রোডমার্চে ৩ পথসভা ২ জনসভা বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজশাহী বিভাগের রোডমার্চে ৩টি পথসভা ও ২টি জনসভা থাকছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ১৮ ও ১৯ অক্টোবর দুই দিনব্যাপী গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাগঞ্জ ও রাজশাহী জেলার কিছু অংশ নিয়ে অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগের রোডমার্চ। ঢাকা থেকে এ রোডমার্চ শুরু হবে সকাল ১০টায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জনমত গঠনে রোড মার্চ করছেন বিএনপি চেয়ারপার্সন।

মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এ রোড মার্চের বহরে তিন হাজার গাড়ি থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। ঢাকা-চাঁপাইনবাবগঞ্জের আগে তিনি ঢাকা-সিলেট রোড মার্চ করেন। জনগণের স্বতস্ফূর্ত সমর্থনে সিলেটের পর রাজশাহী বিভাগের রোডমার্চও সফল হবে বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৮ অক্টোবর সকাল ১০টায় শুরু হয়ে প্রথম পথসভাটি অনুষ্ঠিত হবে গাজীপুরের কালিয়াকৈরে। টাঙ্গাইলের ভুয়াপুরে অুনষ্ঠিত হবে রোডমার্চের দ্বিতীয় পথসভা।

এদিন বিকেলে বগুড়ার আলতাফুন্নেচ্ছা মাঠে অনুষ্ঠিত হবে রোডমার্চের প্রথম জনসভা। মির্জা ফখরুল জানান, ১৮ অক্টোবর রাতে বগুড়ায় অবস্থানের পর ১৯ অক্টোবর বেলা ১১টায় নওগাঁর এটিএম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে রোডমার্চের তৃতীয় ও শেষ পথসভা। এদিন বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগ রোডমার্চের সবশেষ জনসভা। এদিকে ১৮ তারিখে সিরাজগঞ্জের হাটিকুমরুল মাঠে পথসভার কথা থাকলেও জেলাপ্রশাসকের অনুমতি না মেলায় সেটি করতে পারছে না বিএনপি। ২০ তারিখে ডিগ্রি পরীক্ষা থাকায় নাটোরের জনসভা আগেই বাতিল করতে হয়েছে বলে জানান ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাজাহান, রুহুল কবীর রিজভী, বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির অর্থনীতি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলনা আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব উন নবী খান সোহেল, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান। বাংলানিউজ সৌজন্যে: সোনার দেশ ডেস্ক - 16 October 2011 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।