আমাদের কথা খুঁজে নিন

   

সংসদ বসছে রোববার

সকাল ১১টায় এই অধিবেশন শুরু হবে।
গত ৩ জুন নবম জাতীয় সংসদের এ অধিবেশন শুরু হয়। কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩ জুলাই পর‌্যন্ত অধিবেশন চলার কথা থাকলেও এর মেয়াদ বাড়ানো হয়।
অধিবেশনের মেয়াদ বাড়ানোর পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ কিছু আইন প্রণয়নের কাজ বাকি থাকায় সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়েছে।”
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০১৩, ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল-২০১৩ সহ আটটি বিল সংসদে পাসের অপেক্ষায় রয়েছে।
এদিকে বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য জমা দেয়া ৬৭টি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য চাপ সৃষ্টির ইঙ্গিত দিয়েছে বিএনপি।
চলতি এ অধিবেশন শুরুর দিনই সংসদে উপস্থিত হয় প্রধান বিরোধী দল বিএনপি, যারা এর আগে  টানা ৮৩ দিন সংসদে অনুপস্থিত ছিল। গত ৬ জুন বাজেট উপস্থাপনের দিন ছাড়া প্রত্যেক দিনই সংসদে থেকেছে বিরোধী দল।
গত ৩০ জুন বাজেট আলোচনায় বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।