সম্প্রতি দেশের ৫ প্রধান সিটিতে আওয়ামী বাম সরকারের ন্যাক্কারজনক ভাবে পরাজয়ের পর সর্বত্রই উঠে আসে ৫ই মে এর হেফাজতে ইসলামের উপর গনহত্যার পর জনসাধারনের অকুন্ঠ ভালবাসা আর সমর্থনের কথা। এর আগে বিভিন্বভাবে হেফাজতে ইসলাম কে বাগে আনতে অনেক চেষ্টা করে। সরকারী প্রভাবশালী থেকে শুরু করে আওয়ামিপন্থী হুজুরদেরও এ কাজে ব্যবহার করা হয়। অবশেষে বাগে আনতে না পেরে, তারা মেতে উঠেছে জঘন্য চক্রান্তে। তারা ব্যক্তী আহমদ শফী দামাবারকাতুহু কে বিতর্কিত করার চেষ্টা করছে।
এ জন্য তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করছে ২০১১ সালের এক অজপাড়াগাওয়ের ওয়াজ মাহফীলকে কেন্দ্র করে।
সেখানে নারী-পুরুষের বিবাহ বহির্ভুত অবাধ-অবৈধ চলাচল ও মেলামেশার ফলে যে নৈতিক ও সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে তার ব্যাপারে সতর্ক করেছেন । পাশাপাশি পাশ্চাত্য বিজাতীয় সংস্কৃতির প্রভাব ও অন্ধ অনুকরণ করে ইসলামের বিধান লঙ্ঘন করার কারণে
সমাজে কোন ধরনের ক্ষতিকর প্রভাব পড়ছে, তাও নিজস্ব ভঙ্গিতে গ্রামীন সমাজের সাধারন মানুষের সামনে তুলে ধরেছেন। আর এটাই কাল হল আল্লামা আহমদ শফী দামাবারকাতুহুর জন্য। কথিত কিছু সুচিল, যারা ব্লগে এবং মাঠে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে মজা নেয় তারা এটা নিয়ে লাফালফি শুরু করল।
রাতের অন্ধকারে হেফজাতে ইসলামের উপর গনহত্যা যেমন হেফাজতে ইসলামকে শেষ করতে পারেনি তেমনি হাম্বালীগিও মিডিয়া, টকশোর জ্ঞানপাপীদের অবাধ জ্ঞান বিতরন হেফাজতে ইসলামকে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ......। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।