আমাদের কথা খুঁজে নিন

   

ফারহানের জন্যে !

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. লুৎফুর রহমান, দুবাই থেকে : (মিষ্টি ভাতিজা অগ্রজ প্রতিম নোমাণ ভাইয়ের ছেলে ফারহানকে) ফারহান বানিয়েছে যেই খোদা গাও বাবা তাঁর গান। ফারহান তুমি হলা নব বীর আর বাপ-মা'র চাঁন। ফারহান থেকো সুখে জীবনেতে যেয়ো ভুলে "দারকান"। ফারহান গেঁথে নাও মনে তুমি দেশ-মাটি-মা'র টান। (২) প্রজাপতির মতো বাজান ফারহানেযে নাচে হৈ চৈ চৈ করে বেড়ায় বাবা-মায়ের কাছে। চোখের তারায় স্বপ্ন হাজার মুখে হাসির রেখা ছাড়িয়ে যেতে বাপকেও তুমি চাই যে অনেক শেখা। তোমায় নিয়ে আমরা সবাই শান করবো শান আকাশ ছুঁয়ে যাওনা তুমি আদুরের ফারহান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।