আমাদের কথা খুঁজে নিন

   

ফারহানের প্রশংসায় বিদ্যা

সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’-এ মিলখা সিংয়ের চরিত্রে ফারহান আখতারের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন অভিনেত্রী বিদ্যা বালান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
“আমি এইমাত্র সিনেমাটি দেখলাম। তিনি (ফারহান) মিলখা সিংয়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।”
সম্প্রতি মুম্বাইয়ে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম লঞ্চিং অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথাই বলেন বিদ্যা।
রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমা মুক্তি পেয়েছে ১২ জুলাই। মুক্তির দিনই ভারতব্যাপী সাড়ে আট কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে ভারতের অলিম্পিয়ান অ্যাথলেট মিলখা মিলখা সিংয়ের জীবনীভিত্তিক ওই সিনেমা।
বিদ্যা এখন ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা ‘শাদি কে সাইড ইফেক্টস’ এর অভিনয় নিয়ে। ২০০৬-এর সিনেমা ‘পেয়ার কে সাইড ইফেক্টস’-এর এই সিকুয়েলে তার বিপরীতে অভিনয় করছেন ফারহান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।