আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল... ঘরে ফিরতেই দেখি আজরাইল চেয়ারে বসে আছে তার দু আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, চোখে চশমা চোখাচোখি হতেই বললো দেরি করে ফেললে আমি তোমার জন্য অনেক্ষন ধরে অপেক্ষা করছি আমি বললাম বাইরে প্রচন্ড শীত তাই দেরি হয়ে গেলো তুমি কিছু মনে করো না, ভাই যদিও আমি জানি আমার জন্য তোমাকে বসের বকা শুনতে হবে আজরাইল বললো, আর কথা না এখনই শুয়ে পড়ো।। অত:পর এক বিরাট অন্ধকার.................... সারাটা জীবন ধরে আমি একজনকে আমার সবর্স্ব দিয়ে ভালোবেসে গেছি প্রতি ভালোবাসা পাইনি। “সবর্স্ব দিয়ে ভালোবাসলেও প্রতি ভালোবাসা নাও পেতে পারো” তাহলে কি এটা প্রমান করাই হলো আমার জীবন। আমার ভাবতে কষ্ট হয় একটা লাইনকে প্রমান করার জন্য কেন এতো আয়োজন, এ এক বিশ্ব পাগলামী ছাড়া কি বলতে পারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।