আমি সবসময় নিজেকে নিয়ে ব্যাস্ত থাকি..............................................
http://expertphotoshop.blogspot.com
মাদক সেবনের বিরুদ্ধে জাগ্রতভাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অন্যতম প্রচারণায় নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকার কিছু গুরুত্বপূর্ণ বিভিন্ন চত্বরে ডিএমপির লাগানো একটি সাইনবোর্ড দেখলে যে কেউ থমকে দাঁড়তেই হবে । প্রচারণার ধরন দেখে পথচারীদের কাউকে কাউকে মন্তব্য করতে দেখা গেছে যে শেষ পর্যন্ত ওরা আজরাইল, মনকির-নকির ও সংবাদপত্রের নাম নিয়েও তামাশা!এইরকমি একটি সাইনবোর্ড ব্যানার লাগানো হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের কাছে চৌরাস্তার মোড়ে। সাইনবোর্ডটিতে যেভএব লেখা রয়েছে তা নিচে সম্পৃর্নরুপে দেয়া হলোÑ
‘সুখবর! সুখবর। মাদক সেবন করুন, পুরস্কার জিতুন।
প্রথম পুরস্কারÑ মৃত্যু, দ্বিতীয় পুরস্কারÑ ক্যান্সার, তৃতীয় পুরস্কারÑ লিবার সিরোসিস, চতুর্থ পুরস্কারÑ আলসার, পঞ্চম পুরস্কারÑ হাঁপানি, ষষ্ঠ পুরস্কারÑ কাশি, সান্ত¡না পুরস্কারÑ আত্মীয়-স্বজনের চোখের পানি। মোট পুরস্কারÑ ১৪ কোটি বাঙালি। টিকেট মূল্য: প্রথম শ্রেণী (হেরোইন) ১০০০ টাকা, দ্বিতীয় শ্রেণী (ফেনসিডিল) ৫০০ টাকা, তৃতীয় শ্রেণী (ইয়াবা) ৩০০ টাকা, সাধারণ শ্রেণী (গাঁজা, বাংলা মদ ও অন্যান্য) ১০০ টাকা।
টিকেট প্রাপ্তিস্থানÑ অদৃশ্যমান মাদক ব্যবসায়ী। ড্রÑ মৃত্যুর সময়।
ড্রয়ের স্থানÑ নিকটবর্তী হাসপাতাল। প্রধান অতিথিÑ মাননীয় আজরাইল (আ.), বিশেষ অতিথি মনকির (আ.) ও নকির (আ.)।
ফলাফল ( ফাইনাল রাউন্্ড) ঘোষণাÑ দৈনিক ইন্তেকাল। যোগাযোগÑ কবরস্থান।
প্রচারে: ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তেজগাঁও বিভাগ’।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।