আমার সোনার বাংলা
২০০৯-এ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টেস্ট ও একদিনের সব ম্যাচ জিতেছিল। সেবার সিরিজের শেষ ম্যাচ ছিল টুয়েন্টি ২০। সে ম্যাচে তারা হার মানে। এবার সিরিজ শুরু করেছে টুয়েন্টি ২০ ম্যাচ জিতে। তারপর একদিনের সিরিজ।
সবশেষে টেস্ট ম্যাচ। স্পিনাররা হতে পারেন তুরুপের তাস। আজ প্রথম একদিনের ম্যাচের আগে এ কথা বলেছেন আবদুর রাজ্জাক।
প্রশ্ন : টুয়েন্টি ২০ ম্যাচে জয় পেয়েছেন। সিরিজের শুরুতে জয় পাওয়ায় আগামীকালের (আজকের) ম্যাচে বাংলাদেশ এগিয়ে থাকবে বলে মনে করেন?
রাজ্জাক : হ্যাঁ, আমরা একটু এগিয়ে আছি।
নিশ্চয়ই আমাদের জন্য এটি একটি প্লাস পয়েন্ট।
প্রশ্ন : এমন একটি জয় দলকে নিশ্চয় বাড়তি অনুপ্রেরণা যোগাবে?
রাজ্জাক : যে কোন জয় যে কোন দলের জন্যই গুরুত্বপূর্ণ। আমাদের জন্যও তাই। এ জয়ে মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে আছি আমরা।
প্রশ্ন : পোলার্ড একদিনের সিরিজে খেলবেন।
তাকে নিয়ে আপনাদের আলাদা কোন পরিকল্পনা আছে কি?
রাজ্জাক : সত্যি বলতে আমরা নিজেদের দল এবং খেলা নিয়েই বেশি চিন্তা করি। ওদের নিয়ে খুব বেশি চিন্তা করার সুযোগ নেই। কিছু খেলোয়াড় থাকেই, যাদের ভিডিও ফুটেজ দেখে আলোচনা করতে হয়। অবশ্যই টিম মিটিংয়ে আলোচনা হবে। ওকে নিয়ে আমাদের আলাদা করে পরিকল্পনার প্রয়োজন হয় না।
প্রশ্ন : টুয়েন্টি ২০ ম্যাচ দিয়ে সিরিজ শুরু এবং জয়। সিরিজে এর প্রভাব কতটুকু পড়বে বলে মনে হয়?
রাজ্জাক : যেটা টিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে ওয়ানডে সিরিজ আলাদা। টেস্ট সিরিজ আলাদা। সিরিজের ব্যাপার অন্যরকম।
টি ২০-তে ভালো হয়েছে বলে এই সিরিজে সব বদলে যাবে তা নয়। ভালো করতে হবে আর কী।
প্রশ্ন : টুয়েন্টি ২০ ম্যাচ দিয়ে সিরিজ শুরু না হয়ে একদিনের ম্যাচ দিয়ে শুরু হলে হয়তো বিশ্বকাপ ক্রিকেটে ৫৮ রানে অলআউট হওয়ার বিষয়টিই বারবার সামনে চলে আসত। আপনি কী বলেন?
রাজ্জাক : ওই ঘটনার পর আমরা ম্যাচ যে জিতেছি তা ভুলে গেছি। কিন্তু ৫৮ রানকে ভুলতে পারছি না।
এটা শুধু আমরা নয়, আমাদের দেশের সবাই। আমরা যতই ভুলতে চেষ্টা করি, আমাদের আরও বেশি মনে করিয়ে দেয়া হয়। এটা আসলে ঠিক নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেটা গেছে সেটা মনে রেখে লাভ কী।
প্রশ্ন : ম্যাচ হারলে নানাভাবে বিশ্লেষণ করা হয়।
জিতলে সেভাবে হয় না। আপনার দৃষ্টিতে জয়ের কারণ কিভাবে বিশ্লেষণ করবেন?
রাজ্জাক : হারলেও যেমন ম্যাচ অ্যানালাইসিস করা হয়। তেমনি জিতলেও করা হয়। অনেকের ধারণা আমরা জিতলে মিটিং করি না। হারলে মিটিং হয়।
জিতলে বলা হয় যে আমাদের এই জিনিসগুলো আরেকটু ভালো হলে ভালো হতো। হারলে বলা হয় আমাদের এই এই জিনিসগুলোতে ভালো করতে পারি। যেসব জিনিসে দুর্বলতা থাকে তা নিয়ে কথা বলা হয়। আমি বলব, আমাদের বোলিং ও ফিল্ডিং খুবই ভালো হয়েছে। ব্যাটিংয়ে একটু খারাপ।
দ্রুত উইকেট পড়েছে।
প্রশ্ন : আইসিসির নতুন নিয়মে খেলতে হবে। আপনাকেও নতুন বলে বোলিং শুরু করতে হতে পারে?
রাজ্জাক : আমার আসলে নতুন বলে বোলিং শুরু করা অভ্যাস হয়ে গেছে। অনেক আগে থেকে করে আসছি। নতুন বলে শুরু করা আমার জন্য ভালোই।
নতুন বলে শাইন থাকে। বল যত ভালো থাকে স্পিনারদের জন্যও তত ভালো হয়।
প্রশ্ন : নতুন কোচের গেম প্লান কী রকম?
রাজ্জাক : গেম প্লান আসলে একই রকম হয়। কারোটা এক দুই পারসেন্ট এদিক-ওদিক হয়ে থাকে। এই আর কী।
প্রশ্ন : কালকের (আজকের) ম্যাচ নিয়ে কী ভাবছেন?
রাজ্জাক : আমরা জেতার জন্যই খেলব। অবশ্য অবশ্যই জেতার চেষ্টা করব।
প্রশ্ন : বাংলাদেশের বোলিং নিয়ে আপনার মন্তব্য কী?
রাজ্জাক : পেস বোলাররা খুবই ভালো বোলিং করেছে। ওরা সাধারণত পেস বলে খুবই ভালো খেলে। স্পিনও যে খারাপ খেলে তা বলব না।
পেস বলে বেশি ভালো খেলে। সেখানে আমাদের শফিউল দিয়েছে কত ১৯ রান। রুবেল এক ওভারে একটু বেশি রান দিয়েছিল। তারপর রিকভার করেছে। টি ২০’র জন্য ১০০’র মধ্যে একশ দেয়া যায়।
আমি দেব। খবরটি দৈনিক যুগান্তর থেকে নেয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।