আমাদের কথা খুঁজে নিন

   

উত্ত্যক্তকারীর ছুরিকাঘাতে স্কুল শিক্ষিকার মৃত্যু (উত্ত্যক্তকারীদের কি শাস্তি দেওয়া যায়)

উত্ত্যক্তকারীর ছুরিকাঘাতে বরিশালের আগৈলঝড়া উপজেলায় এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। শিক্ষিকা চারমাসের অন্তঃসত্ত্বা ছিলেন । এখন মানবিক দিক বিবেচনা করে বলুন তো উত্ত্যক্তকারীদের কি কোনো শাস্তি দেওয়া যায়। নাকি নিঃশর্ত ক্ষমা? বুধবার বিকালে বাদ্যকার বাড়ির ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনায় নিহত হন পূর্ব সুজনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমীন জাহান (২৪)। এ অভিযোগে গৈলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন গোমস্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আবুল হোসেন মধ্যশিহিপাশা গ্রামের আকু গোমস্তার ছেলে। নিহত শারমীন জাহান গৈলা বাজার এলাকার বাসিন্দা সোনালী ব্যাংক কর্মকর্তা শাজাহান সরদারের মেয়ে এবং সেনা সদস্য মো. সোহেলের স্ত্রী। তিনি চারমাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে চিকিৎসক জানিয়েছেন। আগৈলঝাড়া থানার ওসি অশোক কুমার নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে শারমীনকে প্রায়ই উত্ত্যক্ত করতো হোসেন। বুধবারও স্কুল থেকে বাসায় ফেরার পথে উত্ত্যক্ত করলে শারমীন প্রতিবাদ করেন।

এরপর আবুল হোসেন তাকে চড়থাপ্পড় দেয় এবং এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী স্থানীয় গৈলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। ঘটনার পরপরই এলাকাবাসী আবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গৈলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সবুজ পাত্র সাংবাদিকদের জানান, শারমীন জাহান চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রেফারেন্স: Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।